13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে সিরাজুল ইসলামের অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ, বিশ্বাসী রেফারি ও সাংস্কৃতিবান মরহুম সিরাজুল ইসলাম প্রামাণিক এর অকাল মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৬ মার্চ বিকাল সাড়ে ৫ টায় ফুলবাড়ী সদরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সহ-সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ধরলা তীরের কাশফুল সাহিত্য পাতার সভাপতি এবং উপজেলা সাহিত্য গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি চারণ কবি ও ছড়াকার আজিজুল হাকিম মন্ডল, ধরলা তীরের কাশফুল সাহিত্য পাতার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ। শোক সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, তানভীর হোসাইন রাজু, দৈনিক মাধুকর ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রতিকান্ত রায়, দৈনিক যায়যায় কাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক ও সাংবাদিক আরিফুল ইসলাম, পদ্মনাথ সরকার, রতন চন্দ্র, হেলাল উদ্দিন,জয়কান্ত রায়,a জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

শোক সভায় বক্তব্য কালে বক্তাগন উপজেলার ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে মরহুম সিরাজুল ইসলাম প্রামাণিকের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এরপর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবি আজিজুল হাকিম মন্ডলের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।

http://www.anandalokfoundation.com/