মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতাঃ করোনা মহামারিতে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে।কর্মহীন মানুষেরা হিমসিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরণে।দরিদ্র অসহায়দের অনেকেই নিতে পারছে চিকিৎসা সেবা।এসব অসহায়দের চিকিৎসা সেবা দিয়ে পাশে দাড়িয়েছে ফুলবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রসাশন।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা ফুলবাড়ী এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী, শাখার সহযোগীতায় আজ ১৯ এপ্রিল রবি বার উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত দরীদ্র অসহায়দের চিকিৎসা সেবা ও বিণামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, গোলাম রব্বানী সরকার, বড়ভিটা ইউপি চেয়ারম্যান, খয়বর আলী মিয়া, আজিজার রহমান মাস্টার,সভাপতি,ফুলবাড়ী ডিগ্রী কলেজ,উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক,সরকার মনোয়ার পাশা,উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক,বোস্তামী আলম লায়ন প্রমুখ।
আজকের এ মেডিকেল ক্যাম্প আয়োজনের মধ্যদিয়ে উপজেলার ৬ টি ইউনিয়নেই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সম্পন্ন হলো। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ধারাবাহিক ভাবে এ কর্মসূচীর আয়োজন করে।