14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ৭ ই মার্চ উদযাপন

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ‍্য মর্যাদায় ৭ ই মার্চ পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ‍্যে সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ‍্য অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফুলবাড়ী থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরপর উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা। সভাশেষে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ এর নেতৃবৃন্দসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/