পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ । পাকিস্তান ভালোভাবেই জানত বাঙ্গালী জাতীয়তাবাদের জননেতাদের মধ্যে শেখ মুজিব অন্যতম নেতা। প্রথম দিকে ইয়াহিয়া এই আন্দোলনকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর শেখ মুজিবের গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেল। অধিক ভোটে জয়লাভ করার পরেও তার হাতে সামরিক অধিকর্তা ক্ষমতা দিল না। তাতে বাঙ্গালী আবেগে ধাক্কা লাগে। ফলে স্বাধীন বাংলাদেশ করার জন্য তারা চিৎকার করতে থাকে। তাতে মুজিবের সম্মতি না থাকলেও বাঁধা দেওয়ার ক্ষমতা তখন তার হাতে ছিলনা। শেষ পর্যন্ত সেই আন্দোলনের ভয়াবহ রূপ দেখে বাধ্য হয়ে পাকিস্তানকে অখন্ড রাখার জন্য তারা মুজিবকে প্রধানমন্ত্রী করার আশ্বাস দেন। সে ঝড়ের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে যদি মুজিব অখন্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তবে মুজিবকে বাঙ্গালীরা উড়িয়ে দেবে। তাই মুজিব ও ইয়াহিয়ার যৌথ সিদ্ধান্ত মতো বাঙ্গালীর হাত থেকে রক্ষা পেতে তিনি স্বেচ্ছায় গ্রেফতার বরণ করেন। নিরাপদে সময় কাটাতে ইসলামাবাদে চলে যান। কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। পাকশক্তি দেখল মুজিব স্বাধীনতা সংগ্রামে কোন অংশ নেয়নি। বরং তা বানচাল করতেই তাদের কথামতো তিনি স্বেচ্ছায় গ্রেফতার বরণ করেন ও পাকিস্তানে চলে যান।
যদিও বাঙ্গালীজাতীয়বাদীরা স্বাধীনতা যুদ্ধের আগ মুহুর্তে মুজিবকে আত্মগোপনে যেতে বলেছিল। তাকে তিনটি পথ দেখানো হলো।
প্রথমটি ভারতে গিয়ে আশ্রয় নেয়া, সেখানে সব ব্যবস্থা করে রাখা হয়েছে। রাষ্ট্র প্রধানের মর্যাদা পাবেন ও সমস্ত সুযোগ তার থাকবে।
তিনি শুনে হুঙ্কার দিয়ে বললেন, ভারতের মাটিতে থেকে আমি স্বাধীনতা সংগ্রাম চালাব না।
দ্বিতীয় পথটি হলো যে, বাংলাদেশে কোথাও আত্মগোপনে থাকা। সেটা খুবই কঠিন কাজ। দেশের সবাই তাকে চিনে, ছবি দেখেছে।
তৃতীয়টি হলো-নিকটবর্তী কোন দূতাবাসে লুকিয়ে তাকে আশ্রয় নিতে হবে।
দেশের বাঙ্গালী জনতা চিৎকার করে বেড়াচ্ছে, আমরা স্বাধীন বাংলাদেশ চাই। মুজিব তুমি স্বাধীনতা ঘোষণা করো।”
প্রথমত মুজিব যদি স্বাধীনতা ঘোষণা করে তবে ভূট্টো-ইয়াহিয়া তাকে ছেড়ে দেবে না। তারা তাকে হয় মেরে ফেলবে অথবা কারারুদ্ধ করবে। সেই অবস্থায় বাঘহীন বনে তাদের পক্ষে শৃগালের রাজত্ব করা সম্ভব হবে। দ্বিতীয়ত এই জন-জাগরণকে উপেক্ষা করে মুজিব যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় তবে তাকে বিশ্বাসঘাতক বলে প্রচার করা যাবে।
সব দিক থেকে বিবেচনা করে মুজিবকে প্রধানমন্ত্রী করার আশ্বাস দিলেন। মার্কিন রাষ্ট্রদূত ফার্নান্দেজকে দিয়ে প্রস্তাব পাঠালো মুজিবের নিকট। মুজিব রাজি হয়ে গেলে ফার্নান্দেজ ইয়াহিয়া খানকে জানালে। ইয়াহিয়া খান নিজেই মুজিবকে অভিনন্দন জানালেন। মুজিব বুঝলেন যে, তিনিই অখন্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন। ফলে পাকিস্তানও অখন্ড থাকবে এবং ইসলামী বিশ্ব ভ্রাতৃত্ব রক্ষা পাবে। উপরন্তু স্বাধীনতা সংগ্রামের ঝুকিও তাকে নিতে হবে না। মুজিবের প্রধানমন্ত্রী হওয়ার কথা ইঙ্গিতে ইয়াহিয়া ২২ মার্চের রেডিও ভাষণে দেশের জনগণকে জানিয়ে দিলেন। আর ওদিন মুজিবও সমঝোতার আভাস দিলেন।
২৪ মার্চ বৈঠকে সিদ্ধান্ত হলো শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে। তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারী নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তারজন্য ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবকে বহন করতে হবেনা। বাঙ্গালীরাও পরবর্তীকালে মুজিবের উপর সে দায়ভাগ চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না। কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদের দরকার হবে। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের উপর কোন অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন। বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে। তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখন্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবেনা। তারপর তাৎক্ষণিক বাঙ্গালী আবেগ ভুলে তারা আবার ইসলামী দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। গর্ভেই মৃত্যু হবে স্বাধীন বাংলাদেশ ভ্রুণটির।
২৫ মার্চ রাত ১১টার পরে পরপর শেলিং এর শব্দ বিদ্যুতের মতো আলোর চমকানি যে পিলখানার ইপিআর(East Pakistan Rifles) আর রাজারবাগ পুলিশ হেড কোয়ার্টারে সামরিক বাহিনী আক্রমণ চালিয়েছে। তখন নীচে নেমে মুজিবকে আবার ফোন করে ও তখনই তাকে আণ্ডার গ্রাউণ্ডে যাওয়ার অনুরোধ জানানো হয়। তিনি জানালেন যে সেখানে নজরুল ইসলাম, তাজুদ্দিন, শেখ মনিসহ প্রায় সব আওয়ামী লীগ ও ছাত্রনেতারা আছেন। তাদের সবাইকে তিনি আণ্ডার গ্রাউণ্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন আর তিনি তখনই আণ্ডার গ্রাউণ্ডে যেতে বেড়িয়ে পড়বেন জানালেন কিন্তু পাচ মিনিট পরে তাকে আবার ফোন করে বুঝা যায় ফোনের লাইন কেটে দেওয়া হয়েছে।
সেদিন মুজিবের বাড়িতে সে সময় নজরুল ইসলাম, তাজুদ্দিন, ক্যাপ্টেন মন্সুর আলী, কামরুজ্জামান, আবদুস সামাদ, সিরাজুল ইসলাম খান, শেখ মনি, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমদসহ অনেক আওয়ামী লীগ নেতা ও ছাত্রনেতা ছিলেন। তারা সবাই মুজিবের বাড়িতে থেকে বেড়িয়ে আন্ডার গ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে সবাই ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন?
রাজারবাগ পিলখানার প্রথম শেলিং এর শব্দের ১ ঘন্টা পরে পাক আর্মি মুজিবকে গ্রেফতার করে। এত সময় পেয়েও মুজিব স্বাধীনতা ঘোষণা করলেন না। আর আত্মগোপনেও গেলেন না।
ইপিআর ও পুলিশ হেড কোয়ার্টার আক্রমণ শেলিং এর প্রথম শব্দের প্রায় ১ ঘণ্টা পরে মিলিটারী মুজিবের বাড়িতে যায় ও তাকে গ্রেফতার করে। তিনি ১ ঘন্টা সময় পেয়েও আন্ডার গ্রাউন্ডে গেলেন না আর স্বাধীনতা ঘোষণার সই করা কাগজও কাউকে দিলেন না কেন? মিলিটারী নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পত্রে স্বাক্ষর করে আওয়ামীলীগ নেতাদের হাতে তা আগে দিলেন না কেন? এসব প্রশ্নের জবাব খুজলেই সঠিক সত্য বেরিয়ে আসবে এবং যা সবাই জানে। সেদিন ভারতে আসা আওয়ামী লীগ নেতাদের কাছে মুজিবের স্বাধীনতা ঘোষণার কোন কাগজপত্র ছিলনা। তাদের একমাত্র সম্বল ছিল বাঙ্গালী যুবকদের স্বতস্ফুর্ত ঘোষণা।
ইয়াহিয়া ও ভূট্টোর সঙ্গে গোপনে বোঝাপড়ার কথা মুজিব কাউকে বলেননি। সেই চরম মূহুর্তে স্বাধীন বাংলাদেশ ঘোষণাও করলেন না। কেননা মুজিব ইয়াহিয়া ও ভুট্টোর পরিকল্পনা ছিল মাতৃগর্ভে বাংলাদেশ শিশুটিকে হত্যা করা আর মুজিবের মনেও দৃঢ় বিশ্বাস ছিল যে তার ঘোষণা ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশ কোনদিনই পারবে না। মুজিবের গ্রেফতারের খবর পেয়ে বাঙ্গালী সুলভ আবেগ ও সেনাসুলভ সাহসে জ্বলে ওঠে মেজর জিয়াউর রহমানের মন। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ শিশুটির জীবিত অবস্থায় জন্মের ঘোষণা মুজিবের নামে তিনি দিলেন। নবজাতক সেই শিশুটিকে মারার জন্য পাক আর্মি ঝাপিয়ে পরছে তাও তিনি জনসাধারণকে জানিয়ে দিলেন। সেই নবজাত শিশুটিকে বাচাবার জন্য সর্বশক্তি নিয়ে রুখে দাড়াতে দেশবাসীর কাছে মুজিবের নামে আবেদনও জানালেন। এভাবেই তিনি মুজিবের নামে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিলেন সেই চরম মুহুর্তে। সেই আবেদনে সাড়া দিতে ও শিশুটিকে বাচাতে রক্ত শপথ নিয়ে বাঙালি রুখে দাড়াল দিকে দিকে। শুরু হলো স্বাধীনতা সংগ্রাম আর ভারতের সাহায্যে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হল।
সময়মতো জিয়াউরের ঘোষণা, পাক আর্মির প্রাথমিক তাণ্ডব ও বাঙ্গালী যুবকদের যুদ্ধ ক্ষেত্রে ঝাপিয়ে পড়ার সাহস ও আবেগ দেখে তাজুদ্দিন, নজরুল সহ আওয়ামী লীগ নেতারা ও বিশেষ বিশেষ ছাত্র নেতারা সাহায্যের জন্য ভারতে ছুটে আসে। তার জন্য দেশপ্রেমিক চিত্ত রঞ্জন সুতার আগেই ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন। আওয়ামী লীগ নেতারা দিল্লীতে পৌছে সেই আবেগী স্বভাবকে সাহায্য ও মদত পাওয়ার আশ্বাসে অস্থায়ী বাংলাদেশ সরকার ঘোষণা করে ১২ এপ্রিল আর শপথ নেয় ১৭ এপ্রিল। সেই সরকারের প্রেসিডেন্ট শেখ মুজিবর, ওয়ার্কিং প্রেসিডেন্ট নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, মুস্তাক আহমদ ও আবদুস সামাদ আজাদ। সেদিন ইসলামিক জাতীয়তাবাদের কথা ভুলে আবেগে সাময়িকভাবে বাঙ্গালী জাতিয়তাবাদকে ভিত্তি করেই ছাত্র যুবকদের দল স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান।
মুজিবের ৬ দফা ঘোষণার সাফল্যের সুযোগ অনেক নেতাই তার বলিষ্ট ডাকে সাড়া দিতে এগিয়ে আসেন। কিন্তু শেষে দিকে তার দ্বিমুখী নীতি দেখে অনেকেই গোপনে স্বাধীনতার প্রস্তুতি নিতে থাকেন। মুজিবকে চ্যালেঞ্জ জানিয়ে স্বাধীনতা ঘোষণা করতে কেউ সাহস পায় না। তাই মুজিবের ব্যর্থতা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। তার জন্য ছাত্রজনতাকে তারা বেশি করে উসকে দিতে থাকেন। আর আবেগী যুবকের দলও যৌবনসুলভ সাহসও মনোবল নিয়ে সেই অভিযানে দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকে। তাদের স্বার্থে তারা মুজিবকে সামনে রাখে আর নিজে নেতৃত্বের স্বার্থে ছাত্রদের কথা শুনতে বাধ্য হন মুজিব।
পূর্ববাংলার স্বাধীনতা আন্দোলনে প্রথম দিকে আওয়ামী লীগের কার্যত কোন ভূমিকা ছিল না। ৬ দফা আন্দোলনের পরেই মুজিব আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতাদের পিছনে ফেলে রাজনীতিতে সবার সামনে চলে আসেন। কিন্তু মুজিব কোনদিন স্বাধীন বাংলাদেশের কথা সদরে বলেননি। ছাত্রজনতার চলার তালে তালে তিনি তাল মিলিয়ে চলেছেন মাত্র। আর শেষ মুহুর্তে তার আজন্ম পোষিত ইসলামিক সংস্কৃতি বাঁচাতে অটুট পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার শেষ চেষ্টা তিনি করলেন।
“বিবাহ বন্ধন ছেদ করে কোন নারী বাড়ির বাইরে চলে গেলে তার দুর্বলতার কারনে অনেক পুরুষ তার ইচ্ছায় ও অনেক সময় অনিচ্ছায় তাকে ভোগ করার সুযোগ নেয়। তার গর্ভে সন্তান এলে সেই অবৈধ সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে কেউ এগিয়ে আসে না। কারণ নারীটি তো অনেকের সাহচর্যে এসেছে। কাজেই তার খাটি পিতার পরিচয়ের কথা কেউ বলতে পারে না। তবে একজন বিষেষ পুরুষ ও উক্ত নারী একই রাতে স্বপ্ন দেখে যে উক্ত শিশুটির জন্মের পরে তার প্রকৃত পিতার মৃত্যু সমূহ সম্ভাবনা আছে, নারীটিও চিরপঙ্গু হয়ে যাবে, তবে শিশুটি মৃত অবস্থায় জন্ম নিলে বা জন্মের পরেই তার মৃত্যু হলে সে আশংকা থাকবে না। তারপর নিশ্চয়ই উক্ত পুরুষ নারীর গর্ভপাত ঘটিয়ে শিশুটির মৃত্যু কামনা করবে। তাতে নারীটিও চির পঙ্গুত্ব থেকে রক্ষা পাবে। পুরুষটির জীবনও রক্ষা পাবে। আর সুস্থ শরীরে নারীটিকে পুরুষটি ইচ্ছামতো ভোগ করতে পারবে। উভয়ের এ সিদ্ধান্তের পরে যদি সমাজ উক্ত পুরুষটিকে সেই অবৈধ সন্তানের পিতা হওয়ার জন্যই পুরুষটির উপর চাপ সৃষ্টি করে তবে পুরুষটি কিছুতেই রাজি হতে পারে না। মুজিব সেই পুরুষটির ভূমিকাই পালন করলেন। ছাত্রজনতা চাপ দিতে থাকল। সেই চাপের কাছে মুজিব তখন নত হলেন না বরং বাংলাদশ শিশুটিকে হত্যার ভার ইয়াহিয়ার উপর ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচাতে ও নিরাপদে সময় কাঁটাতে চলে যান ইসলামাবাদে।”
মুজিবের গ্রেফতার বরণের পর পাক আর্মিরা কোরাণের নির্দেশিত পথে কাফেরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেই অপারেশন শুরু করল। তারা ভালোভাবেই জানত সব হিন্দুরাই পাকিস্তান ভাংতে চায় কিন্তু সব মুসলমানরা তা চায় না। সেই পরিকল্পনা মতো শুধুমাত্র হিন্দুদের উপরই হিংস্রতা নিয়ে অত্যাচার শুরু করে দিল। বিশেষ কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করেনি। যখন দেখল ১ কোটি হিন্দু ভারতে পালিয়েছে, তখনই তারা হিংস্রতা কমিয়ে দিল। বলা হয় হিন্দু মুসলিম নির্বিশেষ সব বাঙ্গালীর উপরে সমানে অত্যাচার চলেছিল। বাস্তবে দেখা যায় যে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের কারো গায়ে কোনো আচড় লাগেনি। আওয়ামী লীগের সব নেতাদের বেলাও তাই, তাদের নিজেদের ঘনিষ্ট আত্মীয় স্বজনদের কোন জীবন হানি হয়নি। কারো বাড়ি লুট বা পোড়ানো হয়নি।
কোরান ও হাদিসে স্পষ্ট করে লেখা আছে বিশেষ কারণ ছাড়া কোনো মুসলমান কোন মুসলমানকে মারতে পারবে না। মারলে স্বর্গের দ্বার তার জন্য চিররুদ্ধ হবে। তাকে কৈফিয়ত দিতে হবে।
সেই দিন মুজিব গ্রেফতারের পরেই পাক আর্মি প্রথম আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে। কেননা ছাত্রনেতৃত্বে মূল ঘাটি ছিল এই হল। সেখানে ছাত্রদের হাতে কিছু অস্ত্র ছিল। সেই অস্ত্র কেড়ে নিতেই সেখানে প্রথমে গুলি চালায়। তাতে কিছু ছাত্র হতাহত হয়। তারপরে ছাত্ররা সারেন্ডার করার পরে মুসলিম ছাত্রদের উপর কোন অত্যাচার করেনি তারা। তবে হিন্দু ছাত্রদের তারা রেহাই দেয়নি। সেই গভীর রাতে জগন্নাথ হলে ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো তারা ঝাপিয়ে পড়ে। সেখানে কাউকে রেহাই দেয়নি। ঘরে ঘরে ঢুকে যাকে পেয়েছে তাকেই পাখির মতো গুলি করে মেরেছে অথবা ধরে নিয়ে এসে মাঠে লাইনে দাড় করিয়ে গুলি করে ৩/৪ শত হিন্দু ছাত্রকে মেরেছে। মধুদাকে মেরেছে। সেই রাত্রে সমস্ত হিন্দু শিক্ষকদের গুলি করে মেরেছে। জগন্নাথ হলের প্রভোস্ট ও দর্শন বিভাগের প্রধান অধ্যাপক ডঃ গোবিন্দ দেব, ইংরেজী বিভাগের অধ্যাপক ডঃ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক ঘোষ ঠাকুর, অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ও পরে সন্তোষ ভট্টাচার্যকে তারা গুলি করে মারে। সে রাত্রে কোন মুসলমানদের উপর তারা কোন আক্রমণ চালায়নি। তবে ভুলক্রমে ডঃ অজয় রায়কে মারতে গিয়ে অধ্যাপক মনিরুজ্জামানকে মেরে ফেলে।
ঐ রাতে ঢাকার সাধনা ঔষধালয়ের ৮০ বছরের বৃদ্ধ মালিক ডঃ যোগেশ ঘোষকে তারা মারে। ডঃ হরিনাথ দে, ডঃ এসকে সেন(জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য), ডঃ নতুন বাবু, ডঃ কমল সরকার, ডঃ নরেন ঘোষ, এডভোকেট লাল মোহন শিকদার, ব্যবসায়ী চিত্ত সিংহ রায়, সমাজ সেবক বিপ্র ভৌমিক সহ অনেক গণ্যমান্য হিন্দুকে গুলি করে মারে। হাজার হাজার সাধারণ হিন্দুদের মারলেও সাধারণ বা গণ্যমান্য কোণ মুসলমানদের উপরে কোন আঘাত তারা করেনি। কুমিল্লার প্রাক্তন মন্ত্রী ধীরেন দত্ত, অতীন রায়, বরিশালের রায় সাহেব, ললিত বল, অধ্যাপক চিত্ত রায়, রাজশাহীর এডভোকেট বীরেন সরকার, টাঙ্গাইলের রায় বাহাদুর আরপি সাহাসহ হাজার হাজার গণ্যমান্য হিন্দুকে গুলি করে মেরেছে। সব নাম লিখতে গেলে ৩০ লক্ষ মানুষের নাম লিখতে হবে। তার মধ্যে প্রায় ৯৫ শতাংশই হিন্দু।
এভাবে শুধু হিন্দু হত্যা করেই তারা থামেনি। হিন্দু ধর্ম ও সংস্কৃতির উপরেও তারা আঘাত হেনেছে। আর হিন্দুদের ধর্মস্থানেও তারা আঘাত হেনেছে। ডিনামাইট দিয়ে গুরিয়ে দিয়েছে রমনা কালীমন্দিরের ২১১ ফুট চুড়া সহ গোটা মন্দিরটি। রমনা কালী মন্দিরের পাশে মা আনন্দময়ীর মন্দির, গভর্ণরের বাড়ির সামনের শিব মন্দির, ঢাকা স্টেশনের পাশের শিবমন্দির ও সিদ্ধেশ্বরী কালী বাড়িসহ অনেক মন্দির তারা ধ্বংস করে দেয়। যে এলাকায় একচেটিয়া হিন্দু বাস করে সেখানে নির্দয়ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে। আর যেখানে হিন্দু মুসলমান বসবাস করেছে সে এলাকায় এভাবে একচেটিয়া গুলি চালায়নি।
চারজন ছাত্রদের(সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, শেখ মনি ও তোফায়েল আহমদ) একান্ত প্রচেষ্টায় মুজিবের আন্দোলন তুঙ্গে ওঠে এবং ধীরে ধীরে এত উচুতে উঠতে পেরেছিলেন।
দেশে ছেড়ে ভারতে শরণার্থী ক্যাম্পে কোন মুসলমান নেই কিন্তু সব ক্যাম্পের কমাণ্ডার মুসলিম, কোন হিন্দু নেই। সব ক্যাম্প কমাণ্ডার মাসিক মাইনে পেত। বাংলাদেশের সব মুসলমান কর্মচারী মাসিক মাইনে পাচ্ছে অথচ হিন্দুরা মাইনে পাচ্ছেনা। মুক্তি ফৌজের রিক্রুটিং অফিসার সব মুসলমান। কোন হিন্দু অফিসার সেখানে নেই।
ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশ ও ভারত সরকার ৭ দফার একটি চুক্তিপত্র সই করে। সেই ৭ দফার সংক্ষিপ্ত রূপ হলঃ
১। যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, তারাই যোগ্যতানুসারে প্রশাসনে থেকে সরকার চালাবে। অন্যরা চাকরিচ্যুত হবে। দরকার হলে ভারতের অভিজ্ঞ কর্মচারীরা শূন্যপদ সামরিক পূরণ করে বাংলাদেশকে সাহায্য করবে।
২। প্রধান হবে ভারতীয় সেনা বাহিনীর প্রধান। তার নির্দেশে যুদ্ধ পরিচালিত হবে।
৩। বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না।
৪। তার বদলে প্যারামিলিশিয়া থাকবে। দেশের শান্তিশৃংখলার কাজে তারা সাহায্য করবে।
৫। উভয় দেশে থাকবে খোলা বাজার তবে মাঝে মাঝে আলোচনার মাধ্যমে নীতি নির্ধারিত হবে।
৬। ভারতের সেনা অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশে থাকবে। তবে প্রতিবছর আলোচনার মাধ্যমে তাদের ধাপে ধাপে ফিরে আসার সময়কাল নির্দিষ্ট হবে।
৭। উভয় দেশের সরকারের পরস্পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত মতো একই পররাষ্ট্র নীতিতে চলবে।
এই চুক্তি সই করার পরেই শ্রীমতি ইন্দিরা গান্ধী যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নেন।
ঢাকার জাতীয় পরিষদের অধিবেশনের সফলতাকে বানচাল করতেই ৩রা ডিসেম্বর যুদ্ধ শুরু হয়ে গেল। শেখ মণি, কালিদাস বৈদ্য, তোফায়েল, রাজ্জাক, সিরাজুল আলম খান সহ আরও অনেকে ১৯৭১ এর ৩ ডিসেম্বর সন্ধ্যায় চিত্তবাবুর বাড়িতে একটি ঘরে বসে ইন্দিরা গান্ধীর কলকাতার বিগ্রেডের জনসভায় ঐ দিনেই খবর এলো ভারত-পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। ভারতীয় বাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়েছে। এটা শুনে তোফায়েল আহমদ তার প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেছিল, ভারতে সেনারা বাংলাদেশের ভিতরে ঢুকবে তা তো আমরা চাইনি। আমরা যুদ্ধ করেই আমাদের দেশ দখল করব। তাতে যতদিন লাগে লাগুক।
ভারত বাংলা চুক্তিমতো উভয় দেশের সেনা নিয়ে যৌথবাহিনী গঠিত হয়, নেতৃত্বে থাকেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেক স। তখন ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমাণ্ডিং অফিসার ছিলেন লেঃ জেঃ জে আরোরা। তার নেতৃত্বে ভারতীয় বাহিনী ৩ ডিসেম্বর বাংলাদেশ প্রবেশ করে। রক্তক্ষয়ী তুমুল যুদ্ধের পরে ২৮ ডিসেম্বরের অনেক আগেই ১৬ ডিসেম্বর তারা বাংলাদেশ দখল করে। পূর্ব পাকিস্তানের সেনা প্রধান লে জে নিয়াজী, লে জে আরোরার কাছে অস্ত্র সহ আত্মসমর্পন করেন। সঙ্গে পূর্ব পাকিস্তানের সার্বভৌম ক্ষমতার দলিলটিও তুলে দেন লে জে আরোরার হাতে। অন্যান্য জেনারেল সহ ৯০ হাজার পাক সেনা বন্দি হয়। সেই আত্মসমর্পণ ও সার্বভৌম দলিলটি হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতেরা। বিভিন্ন দেশের সংবাদপত্র, রেডিও টেলিভিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এমন কি রেডক্রশের প্রতিনিধিদের সামনে এই সার্বভৌম দলিলটি হস্তান্তরিত হল। সবাই তার সাক্ষী থাকলেন। কিন্তু ঐ দলিলটি বাংলাদেশ সরকারকে ভারত সরকার ফিরিয়ে দেওয়ার কোন খবর আজ পর্যন্ত জানা যায়নি। কাজেই বাংলাদেশের সার্বভৌম ক্ষমতা প্রকৃত আইনে এখনো ভারতের হাতে। আর প্রাপ্ত সেই অধিকারেই সেদিনের বন্দি পাক সেনাদের ভারতের মাটিতে বিশেষ কারণে নিয়ে আসা হয়।
আর সেই কারণটি হল মুজিবের ভাবী কর্মপন্থার প্রতি ভারতের সন্দেহ ছিল উক্ত যৌথবাহিনী ভেঙ্গে দেওয়ার খবরও আজ পর্যন্ত প্রচারিত হয়নি। এমন কি সেই ৭ দফা চুক্তিও আজ পর্যন্ত কোন সরকার এককভাবে বা যৌথভাবে নাকচ করেনি।
উল্লেখ্য, মুসলমানের উপরে বিশেষ কোন কারণ ছাড়া আঘাত করেনি বললেই চলে। তাও হিন্দু অনুপাতে তাদের সংখ্যা ছিল অনেক কম। তবে এই মুসলিম হত্যালীলার খবরটি ভালোভাবে খুব গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমে। কেননা মৃতদের প্রায় সবাই মুসলিম ছিলেন। সেখানে হিন্দু মরলে প্রচার হয় না। আর মরার স্বীকৃতি পায় না। পাক সেনারা কাফেরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ঝাপিয়ে পড়েছিল। মরল হিন্দুরা কিন্তু স্বীকৃতি পেল বাঙ্গালীরূপে। হিন্দু রূপে নয়।
ভারতের মদতে বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে মুজিবের নিজ হাতে গড়া সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বাসনা চিরতরে লুপ্ত হয়ে গেল। অধিকন্তু পাকিস্তানের নাম গন্ধও আর বাংলাদেশে থাকলো না। তাতে মুজিব পুত্র শোকের মত দুঃখ পান। ভারত সরকার ও তাজ উদ্দিনের বিরুদ্ধে তিনি চটে যান। কিন্তু তখন আর কিছু করার ছিলনা। স্বাধীন বাংলাদেশকে নাকচ করার ক্ষমতাও তার হাতে ছিলনা। তাই ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে আলোচনা করে ভবিষ্যত কর্মসূচির সিদ্ধান্ত লণ্ডন যান শেখ মুজিব। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ও ভাবী কর্মসূচি নিয়েই দেশে ফেরেন।
কর্মসূচী গুলো হলোঃ
১। ঢাকার মাটিতে পা দিয়েই ভারতের সেনাদের ভারতে ফিরে যাওয়ার ও ভারতের মাটিতে বন্দি পাক সেনাদের পাকিস্তানে ফেরত পাঠাবার ব্যবস্থা নিতে হবে।
২। মুজিবের ঢাকায় নামার সঙ্গে সঙ্গে মুসলিম শব্দটি উচ্চারণ করতে হবে।
৩। ভারতীয় সেনাদের তাড়াতাড়ি ভারতে পাঠাবার তাগিদও দিতে হবে। আর পরবর্তীকালে সেখানে বাঙ্গালী জাতীয়তাবাদ ও রক্তাক্ত বিপ্লবের ইতিহাস ধুয়ে মুছে ফেলতে বাংলাদেশকে পাকিস্তানের সাকসেসর সরকার রুপে ঘোষণা করতে হবে।
৪। ইসলামিক ভাবধারায় শিক্ষিত ও উদ্বুদ্ধ পাক সেনাবাহিনীর সমস্ত বাঙ্গালী সেনাদের বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ করে ও ইসলামিক জেহাদিদের মুক্তি দিয়ে ইসলামিক প্রচারকে জোরদার করলেই বাংলাদেশ আলাদা ভাবে স্বাধীন থাকতে পারবে। আর পাকিস্তানের কাঠামোর মধ্যে আবার আনতে সবার চেষ্টা চালাতে হবে।
এইসব বিষয়ে একমত হয়ে মুজিব ইসলামাবাদ থেকে লণ্ডন যান।
ব্রিটিশ সরকার যেহেতু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। তাই লণ্ডন থেকে ব্রিটিশ বিমানে দিল্লী আসার পরে শ্রীমতি ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাত কালে তিনি মুজিবকে ব্রিটিশ বিমান ত্যাগ করে ভারতীয় বিমানে ঢাকা যাওয়ার অনুরোধ করেন। সে প্রস্তাব মুজিব নাকচ করেন এবং ব্রিটিশ বিমানেই ঢাকা যান।
ঢাকার মাটিতে পা দিয়েই ঘোষণা করলেন যে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ।
কিছুদিন পরে তিনি চড়া সুরে আরও ঘোষণা করেন যে ভারতের সেনা এক মাসের ভিতরেই ভারতের মাটিতে বাংলাদেশ ছেড়ে ফিরে যাবে। এই ঘোষণার পরেই সজাগ ও চিন্তাশীল হিন্দুরা চমকে উঠলেন। মৌলবাদীদের মনে আনন্দের জোয়ার বয়ে গেল। সাত দফা চুক্তি বিরোধী বক্তব্য শেখ মুজিবের।
অথচ সাত দফা চুক্তি অনুযায়ী ভারতীয় সেনার বাংলাদেশে থাকার অধিকার তখন ছিল। শেখ মুজিব বললেন ভারতের সেনা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহার না করলে ভারত বিরোধী প্রচার শুরু করবেন। পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিশেষ করে ইসলামী দেশের বিজ্ঞ নেতৃত্বের মদত পেয়ে বিশেষ শক্তিশালী হয়েই এই ঘোষণা করতে সাহস পেয়েছিলেন। ইংল্যান্ড, আমেরিকা, চীন এমনকি রাশিয়াও হয়তো তাকে শক্ত হাতে মদত দিয়েছিলেন। ইংল্যান্ড তার নিজের হাতে গড়া পাকিস্তানের বিভাজনে সুখী হতে পারেনি। আমেরিকা এতদিন পাকিস্তানকে সমর্থন করে এসেছে। সেই পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ হওয়ার ফলে ভারতীয় শক্তি বৃদ্ধি পাওয়ায় আমেরিকা, চীন, যুক্তরাজ্য, রাশিয়া কেউ খুশি হতে পারেনি। তাইতো বাংলাদেশের মঙ্গলের চেয়েও ভারতকে নাকাল করার প্রচেষ্টাই তাদের প্রবল ছিল।
তাজ উদ্দিন কিন্তু শেখ মুজিবের মনের কথা বুঝতে না পেরেই ভারতের সাহায্যে বাংলাদেশকে স্বাধীন করলেন। তাই মুজিবের সব রাগ তাজুদ্দিন ও ভারত সরকারের উপর পড়ল। যে তাজ উদ্দিনের সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ স্বাধীন হল। যে তাজ উদ্দীনের কথা ১৭ হাজার ভারতীয় জোয়ান জীবন দিল, যার কথায় ভারত ১ কোটি মানুষকে আশ্রয় দিল, এদের খাওয়ালো আর বিশ্বযুদ্ধের হুমকি মাথায় রেখে ভারত যার কথায় যুদ্ধে নামল, তার বিরুদ্ধে প্রকাশ্যে কোন অভিযোগ না তুলে কেন মুজিব তাকে মন্ত্রীসভা থেকে কুকুরের মত তারিয়ে দিলেন? অথচ পাকিস্তানকে অটুট রাখতে কলকাতায় বসে বাংলাদেশের বিরুদ্ধে যে মোস্তাক আহমদে ষড়যন্ত্র চালালো তার কোন শাস্তির ব্যবস্থা না করে বরং তাকে মুজিব মন্ত্রীসভায় রাখলেন।
ঢাকায় পৌছে দেশে দেশে প্রতিনিধি পাঠিয়ে মুজিবের মুক্তির জন্য প্রবল আন্তর্জাতিক চাপের সৃষ্টি করে মুজিবকে দেশে ফেরাবার ব্যবস্থা করলেন, যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন স্বাধীনতা সংগ্রামে কোন ভূমিকা না নেওয়া সত্ত্বেও মুজিবকে বাংলাদেশের প্রেসিডেন্ট করে রামভক্ত ভরতের মতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চালিয়েছিলেন, আর শেখ মুজিব কেন তাকে বিনা দোষে মন্ত্রিসভা থেকে তাড়ালেন সে কথা গভীরভাবে সবাইকে ভাবতে হবে এবং পর্যালোচনা করতে হবে। তাজউদ্দিন ইসলামিক জাতীয়তাবাদ ভুলে বাঙ্গালীজাতিয়তাবাদী হতে পেরেছিলেন আর মুজিব ইসলামিক জাতীয়তাবাদ ভুলতে পারেননি আর বাঙ্গালী জাতীয়তাবাদকে মনে প্রাণে স্বীকার করতে পারেন নি। তাই ৭৩ সালের সেপ্টেম্বর মাসে আলজিয়ার্সে গিয়ে মুজিব ঘোষণা করেন, বাংলাদেশকে স্বীকৃতি না দিলেও স্বভাবতঃ আরব আমাদের ভাই। সেমতে পাকিস্তানও ভাই হওয়ার কথা, কিন্তু সেদিনের পরিবেশে সে কথা বলা মুজিবের পক্ষে সম্ভব ছিল না।
মুজিবের ইসলামিক সংস্কৃতি মনেপ্রাণে গাথা ছিল। আর সেই ইসলামিক প্রীতির জন্যই খুন রাজাকার, আলবদর, আল সামস ও আনছারদের খুন জেনেও তাদের শাস্তি না দিয়ে বিনা বিচারে ঢালাও ভাবে মুক্তি দিলেন। এরাই হিন্দুদের ওপর ঝাপিয়ে পরে ইসলামিক জেহাদ ঘোষণা করে লক্ষ লক্ষ হিন্দুকে খুন করেছেন। তাদের বাড়ি ঘর লুঠ করে তা জালিয়ে দিয়েছে। হিন্দু মা বোনদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে। পাক সেনাবাহিনীকে পথ দেখিয়েছে। তাদের সব রকমের সাহায্য করেছে। এই জেহাদ ঘোষণার দ্বারা প্রমাণ করেছে, তারাই ইসলামের খাটি জেহাদী সেনা শেখ মুজিব।
ইসলাম পন্থী মুজিব জেহাদি মুসলমানদের শাস্তি দিতে পারেন না। এইভাবে একদিকে ইসলাম প্রীতি ও অন্যদিকে ভারতভীতি তাকে আচ্ছন্ন করেছিল। ন্যূনতম সৌজন্য কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ তিনি হারিয়ে ফেরেছিলেন। তার উচিত ছিল ঢাকা পৌছাবার পরেই দিল্লি গিয়ে শ্রীমতি ইন্দিরা গান্ধীর কাছে বাংলাদেশের প্রেসিডেন্ট রূপে স্ব-পরিবারে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ শ্রীমতি ইন্দিরা গান্ধীর বিশেষ নির্দেশে একজন জেনারেল মুজিব পরিবারকে রক্ষার জন্য নিযুক্ত হন। তাই ভারতীয় বাহিনী ঢাকা পৌছাবার সঙ্গে সঙ্গে তার অধীনের বাহিনী নিয়ে সেই জেনারেল মুজিবের বাড়ির পাহাড়ার দ্বায়িত্ব নেন ও পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করেন। একথা সেই জেনারেল মুজিবের স্ত্রীকে বলেছিলেন। তবে স্বপরিবারে সৌজন্য দেখাতে দিল্লি না গেলেও ঢাকা পা দেওয়ার পরেই তিনি ছুটে যান ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দি পাক আর্মির বাঙ্গালী সেনাদের দুরবস্থা দেখতে আর বন্দিত্ব থেকে তাদের আশু মুক্তির আশ্বাস দিতে।
তিনি নব্বই হাজার যুদ্ধ অপরাধীদের মুক্তি দিতেও তিনি শ্রীমতি ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেছিলেন।
ভারত বাংলাদেশের ৭ দফা চুক্তি দেখেই চিৎকার করে মুজিব তাজউদ্দিনকে বলেছিলেন, তাজুদ্দিন তুমি বাংলাদশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে এসেছ। আমি ওসব মানব না। এই চুক্তি অস্বীকার করেই তিনি কাজ শুরু করেন। পরে বিশেষ চিন্তাভাবনা করে নিজ স্বার্থে বিরোধীদের দমন করতে প্যারা মিলিটারি গঠন করেন।
মুজিব কোরাণের নির্দেশ মতোই জীবন যাত্রা করতেন। জেহাদের ডাকেই কলকাতায় গণহত্যায় খোলা তরবারি হাতে নিয়ে খাটি জেহাদির ভূমিকা পালন করেছিলেন। সোহরাওয়ার্দির সেনাপতি রুপে জেহাদের মাধ্যমে পাকিস্তান কায়েম করেছিলেন। তিনি বিধর্মীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন না। পয়গম্বরও তার মায়ের আত্মার প্রতি সম্মান জানাতে তার মায়ের কবর জিয়ারত করেননি। যেহেতু তার মা মুসলিম হয়ে মরতে পারেননি। কেননা তখন ইসলাম ধর্মই প্রবর্তিত হয়নি।
গান্ধীজির আশির্বাদে মওলানা আলি কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন, অথচ প্রকাশ্য জনসভায় বললেন, গান্ধীজী মহান, উদার পন্ডিত ও ভারতের সম্মানিত শ্রেষ্ঠ নেতা হলেও আমার কাছে তার স্থান একজন সাধারণ নচ্ছার বকাটে মুসলমানের নিচে।
৭ দফা চুক্তি ছাড়াও একটি গোপন বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১. উভয় রাষ্ট্রের অসাম্প্রদায়িত পরিবেশ গড়ে তুলতে উভয় রাষ্ট্র আপ্রাণ চেষ্টা চালাবে।
২. ভবিষ্যতে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রে গেলে তাকে সে রাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হবে না। আর যে দেশ থেকে যাবে সে দেশ তাকে বা তাদের ফিরিয়ে নিতে বাধ্য থাকবে।
৩. ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে তেল অনুসন্ধ্যানের জন্য উভয় রাষ্ট্রের একটী যৌথ কমিশন কাজ করবে। জরিপ চালাবে। আর তেলের সন্ধ্যান পেলে যৌথ ভাবে তা তোলার ব্যবস্থা করবে। এই তেল অনুসন্ধ্যানের কাজ চুক্তিমতো না করে প্রথমেই মুজিব তা আমেরিকার হাতে তুলে দিলেন। তার ফলে সে ভাবেই তেল অনুসন্ধ্যানের কাজ শুরু হয়।
৩০ লক্ষ হিন্দু ও ১৭ হাজার ভারতীয় সেনার জীবনবলির ফলে স্বাধীন হল ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। সেই বাংলাদেশ সরকারকে পাকিস্তানের সাকসেসর সরকার রূপে ঘোষণা করে মুজিব স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করেছেন।