বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারনে বছরে গড়ে ক্ষতির পরিমান ১৮ হাজার ২৫ কোটি টাকা। তবে সর্বোচ্চ ক্ষতি হয়েছে শস্য খাতে ৩৬.২০শতাংশ। দেশের ১২.৬৪ শতাংশ মানুষ দুর্যোগ প্রবন এলাকাতে বাস করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক জরীপে এই তথ্য বেরিয়ে এসেছে।
আজ রোববার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে বিবিএস আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য রাখেন পরিবেশবিদ ড. আতিক রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. শাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সচিব কে এম মোজাম্মেল হক। প্রতিবেদন তুলে ধরেন বিবিএসের রফিকুল ইসলাম। গত ২০০৯ থেকে ২০১৪ এই ছ’বছরের তথ্য জরীপে প্রকাশ করা হয়েছে।
জরীপে বেরিয়ে এসেছে, দেশের প্রায় ১৩ শতাংশ পরিবার বা ২ কোটি ২০ লাখ ৪৩৬৭ জন মানুষ দুর্যোগ প্রবন এলাকায় বাস করে। দুর্যোগের ধরন হলো, ঘুর্নিঝড়, বজ্রপাত, কালবৈশাখী খড়া, জলমগ্নতা, শিলাবৃস্টি, জলোচাছ্বাস, নদীভাঙ্গন, টর্নেডো, ভুমিধস।
উল্লেখিত সময়ে শস্যক্ষেত্র জমি ৮০.২০ শতাংশ, বসতভিটা ১১.৯৭শতাংশ, জলাভুমি ৩.৮৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদিভাঙ্গনে সর্বোচ্চ ৬৬.৭৩ শতাংশ জমি ক্ষতিগ্রস্ত হয়। আর দুর্যোগে ছবছরে ১৮ লাখ ৯০ হাজার ৭৩৪জন পরিবারের সদস্য অসুস্থ ও আহত হয়। এদের মধ্যে পুরুষ বেশি।