স্টাফ রিপোর্টার, যশোর: যশোর চৌগাছা উপজেলার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালিয়াতির মাধ্যমে ৪জন সহকারী শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধনে দুই শতাধিক এলাকাবাসি অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, দুর্নীতির কারণে পুলিশের চাকরি থেকে বরখস্ত হন প্রধান শিক্ষক নুর ইসলাম। এরপর তিনি প্রধান শিক্ষকের চাকরিতে যোগদান করেন। তিনি জালিয়াতির মাধ্যমে নিজের স্ত্রীকে সহকারী শিক্ষক ভাতিজাকে নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন এলাকাবাসি।
মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বলেন, শিক্ষক নিয়োগের ব্যাপারে আমরা কিছুই জানি না। যাদের চাকরির কথা বলা হচ্ছে তারা কোনদিন স্কুলে আসেনি ছাত্র-ছাত্রীদের ক্লাসও নেননি।