14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

admin
September 30, 2016 9:45 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে গিয়ে রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম ইসমাইল হোসেন (২৭)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের আগামী কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলক্ষেত এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ছিটতে পড়ে যান ইসমাইল হোসেন। তখন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

৭টা ৪০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন বলে জানান তাঁর রাজনৈতিক সহকর্মী রফিকুল ইসলাম।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ঝুমা আক্তার জানান, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত একজনকে সন্ধ্যার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় পৌঁছান। তাঁকে অভ্যর্থনা জানাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পথে পথে জড়ো হয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

দুপুরের পর থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন ওয়ার্ড, মহল্লা ও থানা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম এবং সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্থান থেকে জড়ো হতে শুরু করেন।

http://www.anandalokfoundation.com/