14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম দেশ হিসেবে রোবটকে নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব

admin
October 26, 2017 11:55 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া সহজ ব্যপার নয়। কিন্তু এই কঠিন ব্যপারটিই সহজভাবে আদায় করে নিয়েছে একটি রোবট। আর সোফিয়া নামের ওই রোবটই কোন যন্ত্রমানব হিসেবে পৃথিবীতে প্রথমবারের মতো নাগরিত্বের সম্মান পেলো। শুধু তাই নয় গত বুধবার কয়েকশো অথিতি সামনে সৌদি নাগরিকত্ব পাওয়ার অনুভূতিও ব্যক্ত করেছে সোফিয়া।

সোফিয়াকে তৈরী করেছে হংকংয়ের হ্যানসন রোবোটিকস নামের একটি কোম্পিানি। অভিকল মানুষের আচরণের মতো বেশ কিছু গুনাবলী সন্নিবেশ করা হয়েছে সোফিয়ার মধ্যে। সৌদি নাগরিত্ব অর্জনের মধ্য দিয়ে সারা পৃথিবীতে শিরোনাম হলো এবার সোফিয়া।

নিজের অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে সোফিয়া বলেছে, ‘আমি মানুষের সঙ্গে কাজ করতে চাই। তাই আমার অনুভূতিকে মানুষের কাছে প্রকাশ করতে চাই এবং মানুষের বিশ্বাস অর্জন করতে চাই।’

সোফিয়া এও জানিয়েছে, সে ধীরে ধীরে মানুষের আরও গুণাবলীকে ধারণ করতে চায়।

সোফিয়া বলে, ‘আমি খুব সম্মানিত ও গর্বিত এজন্য যে, পৃথিবীর প্রথম রোবট হিসেবে আমাকে কোন দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে, এটি ঐতিহাসিক।’

শুধু রোবটকে নাগরিত্ব দেওয়ার মতো যুগান্তকারী সিদ্ধান্তই নয়, গত মঙ্গলবার প্রায় ৫০০ বিলিয়ন ডলার ব্যয় করে আধুনিকতম একটি শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এছাড়া সম্প্রতি দেশটি নারীদের গাড়ি চালনায় অনুমতি প্রদান করে সারা বিশ্বের নজর কেড়েছে।