14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ

Brinda Chowdhury
January 9, 2020 7:27 pm
Link Copied!

জনাব স্পিকার,

আসসালামু আলাইকুম।

       একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশনে ভাষণ প্রদানের এ সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি পরম করুণাময় আল্লাহ্‌র নিকট শোকরিয়া আদায় করছি। এ উপলক্ষে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ-সদস্যবৃন্দ ও প্রিয় দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

২।   সময় সাশ্রয়ের জন্য আমি আমার ভাষণ সংক্ষিপ্ত আকারে এই মহান সংসদে পাঠ করছি। সম্পূর্ণ ভাষণ টেবিলে উপস্থাপিত আছে। জনাব স্পিকার, সম্পূর্ণ ভাষণটিকে পঠিত হিসাবে গণ্য করে কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।

৩। শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহিদকে, যাঁদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি সার্বভৌম দেশ ও স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান ও লাল-সবুজ পতাকা। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা – সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে – যাঁরা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।

৪।   আমি আরও স্মরণ করছি তাঁদেরকে, যাঁরা এ দেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকারের মর্যাদা সমুন্নত রাখার লড়াইয়ে আত্মত্যাগ করেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালির গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের তিন মহান পুরুষ – শেরে বাংলা এ কে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে – যাঁদের অবদান আমাদের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে।

৫।   ১৯৭৫-এর ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন শাহাদত বরণ করেছিলেন তাঁর সহধর্মিণী মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভীন জামাল রোজী, ছোট ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি ও মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এবং সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ। আমি তাঁদেরকে অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি এবং পরম করুণাময় আল্লাহ্‌র কাছে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।

৬। আমি গভীর দুঃখের সঙ্গে স্মরণ করছি ২০০৪ সালের ২১ আগস্টের জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে পরিচালিত গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী নারীনেত্রী আইভী রহমানসহ আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের। আমি সর্বশক্তিমান আল্লাহ্‌র কাছে তাঁদের সকলের রুহের মাগফেরাত কামনা করছি।

৭। গত বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সকল বিশিষ্ট ব্যক্তিকে আমরা হারিয়েছি তাঁদেরকেও আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এঁদের মধ্যে রয়েছেন একাদশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি জনাব হুসেইন মুহম্মদ এরশাদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও মাননীয় সংসদ-সদস্য ডা. মোঃ ইউনুস আলী সরকার, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও মাননীয় সংসদ-সদস্য জনাব মঈনউদ্দীন খান বাদলসহ রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী, সাবেক সংসদ-সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, অভিনেতা, সংগীত শিল্পী, চিত্রগ্রাহক ও সমাজসেবক।

জনাব স্পিকার,

৮। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয়। বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। গত মহাজোট সরকারের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে মধ্য-আয়ের এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের শ্রেণিতে উত্তরণের সকল যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

৯।   দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখার ক্ষেত্রে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলা এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কার্যকর করা হয়েছে এবং পলাতক আসামীদের স্বদেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলা এবং বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকার্য সম্পন্ন হয়েছে এবং আদালত কর্তৃক দোষীদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এছাড়া, হলি আর্টিজান হামলা মামলা, নুসরাত জাহান রাফি হত্যা মামলাসহ বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার রায় দ্রুত প্রদান করা হয়েছে। দুর্নীতি, জুয়া, মাদক, জঙ্গিবাদ ও উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ব্যাপক সাফল্য পেয়েছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে এবং জনজীবনে স্বস্তি বিরাজ করছে।

জনাব স্পিকার,

১০।        মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ‘রূপকল্প-২০২১’, দিনবদলের সনদ এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসাবে প্রথমবারের মত ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা’ ২০১০-২০২১ প্রণয়ন করা হয়। উহা বাস্তবায়নে মধ্যমেয়াদি পরিকল্পনা হিসাবে ৬ষ্ঠ ও ৭ম ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা’ প্রণীত হয়। ৬ষ্ঠপঞ্চবার্ষিক পরিকল্পনা’ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং ৭ম ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা’র সঙ্গে এসডিজি-এর প্রায় ৮২ শতাংশ অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়ন করা হচ্ছে। ২০৪১ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ দলিলের টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক এবং ধারণাপত্র প্রস্তুত করা হয়েছে। পানি, জলবায়ু, পরিবেশ ও ভূমির টেকসই ব্যবস্থার দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করা হয়েছে। এসডিজি অর্জনে গৃহীত কর্মসূচিসমূহ এবং ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা’র সমন্বয় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধির মহাসড়কে সংযুক্ত করবে। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ সকল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণভাবে সক্ষম হবে।

জনাব স্পিকার,

১১।        বাংলাদেশ আজ এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। পরপর তিনটি অর্থবছরে ৭ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পর গত ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ দশমিক এক-পাঁচ শতাংশে। চলতি ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৮ দশমিক দুই শতাংশ। দেশের জনগণের মাথাপিছু আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৯ মার্কিন ডলারে। গত এক দশকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে তিনগুণ। ২০১৯-২০ অর্থবছরে বাজেটের আকার পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৮ দশমিক ২ শতাংশ বৃদ্ধি করে ৫ লক্ষ ২৩ হাজার ১৯০ কোটি টাকায় উন্নীত হয়েছে।

১২। প্রাজ্ঞ রাজস্ব নীতি ও সহায়ক মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে সরকার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় দক্ষতা ও উৎকর্ষের স্বাক্ষর রেখে চলেছে। নানামুখী সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক সেবা সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মূল্যস্ফীতি পরিমিত পর্যায়ে সীমিত রেখে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সরকার আশাতীত সাফল্য অর্জন করেছে। মূলধন ও আর্থিক খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ঋণ প্রবাহ বৃদ্ধির কারণে সার্বিক লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত অবস্থা বিরাজ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং টাকা-ডলার বিনিময় হার স্থিতিশীল অবস্থায় রয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক চার-নয় বিলিয়ন মার্কিন ডলারে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্লোবাল কমপিটিটিভনেস রিপোর্ট ২০১৯ অনুযায়ী সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪১টি দেশের মধ্যে ৯৫তম। বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স ২০১৮-তে ১৫৭টি দেশের মধ্যে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান হয়েছে ১০৬তম।

১৩। সরকারি রাজস্ব ব্যবস্থাপনায় গতি আনয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক ও সুদূরপ্রসারী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। কাস্টমস আইন, ১৯৬৯ হালনাগাদ ও পুনঃপ্রণয়ন করে কাস্টমস আইন, ২০১৯ মহান জাতীয় সংসদে পেশ করা হয়েছে। জনমুখী ও ব্যবসাবান্ধব কর ব্যবস্থা চালুর লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর করা হয়েছে। কর রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন এবং কাঠামোগত সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। বিগত দশ বছরে রাজস্ব আহরণের পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় চারগুণ হয়েছে। ক্রমবর্ধমান রাজস্ব আহরণের মাধ্যমে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করছি।

১৪। সরকার বিভিন্ন উৎস থেকে সম্পদ সংগ্রহ করে বিদ্যুৎ, পরিবহন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্হ্য ও সামাজিক খাতে গৃহীত প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করছে। ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক সহায়তার পরিমাণ ৭১ হাজার ৮০০ কোটি টাকা যা এডিবি’র ৩৫ দশমিক চার-দুই শতাংশ। চলতি ২০১৯-২০ অর্থবছরের নভেম্বর ২০১৯ পর্যন্ত বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি এবং অর্থছাড়ের পরিমাণ হলো যথাক্রমে ২ হাজার ৫৯৮ দশমিক দুই-এক এবং ১ হাজার ৬২৬ দশমিক তিন-পাঁচ মিলিয়ন মার্কিন ডলার।

জনাব স্পিকার,

১৫।        সরাসরি বৈদেশিক বিনিয়োগ ২০১৮ সালে ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ছয়-এক বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০১৯ সালের জুন পর্যন্ত ক্রমপুঞ্জিত সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ১৮ বিলিয়ন ছয়-আট মিলিয়ন মার্কিন ডলার। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮’ প্রণয়ন করা হয়েছে। বিশ্ব ব্যাংকের Ease of Doing Business-এর সার্বিক ক্রমে বাংলাদেশের অবস্থানের আট ধাপ উন্নতি হয়েছে। দেশি-বিদেশি শিল্প-উদ্যোক্তাগণ কর্তৃক শিল্প স্থাপনের সুবিধার্থে আগামী ২০৩০ সালের মধ্যে প্রায় ৩০ হাজার হেক্টর জমির উপর ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ মূল্যের পণ্য ও সেবা উৎপাদন এবং রপ্তানি করা সম্ভব হবে। বিভিন্ন জেলায় ৯৩টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য স্থান নির্বাচন সম্পন্ন হয়েছে। অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে মোট ১৩টিতে শিল্প উৎপাদনের কাজ চলমান রয়েছে এবং মোট ২০টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ১১টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেছেন এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের ইপিজেডসমূহে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ক্রমপুঞ্জিত প্রকৃত বিনিয়োগের পরিমাণ দাড়িয়েছে ৫ হাজার ১৫৫ দশমিক এক-নয় মিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানির পরিমাণ ৭৭ দশমিক ছয়-পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। শ্রমিকদের কল্যাণার্থে আন্তর্জাতিক শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ইপিজেড শ্রম আইন, ২০১৯’ প্রণয়ন করা হয়েছে।

জনাব স্পিকার,

১৬।        সরকার রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং নতুন বাজার প্রতিষ্ঠার ওপর গুরত্বারোপ করেছে। এ লক্ষ্যকে সামনে রেখে শীঘ্রই রপ্তানি নীতি আদেশ ২০১৮-২০২১ জারি করা হবে। রপ্তানি বাজার সম্প্রসারণ, নতুন বাজার অন্বেষণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রেখে এর মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘভুক্ত আন্ত:রাষ্ট্রীয় বাণিজ্য সংগঠন Common Fund for Commodities-এর গভর্নিং কাউন্সিলে ব্যবস্থাপনা পরিচালক পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের পণ্য ও সেবা খাতে রপ্তানি আয় হয়েছে ৪৬ দশমিক আট-আট বিলিয়ন মার্কিন ডলার। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। সরকারের যুগপোযোগী আমদানি রপ্তানি নীতি ও বাণিজ্যিক কূটনীতি গ্রহণের ফলে ভবিষ্যতে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

১৭। প্রবাস আয়ের ক্ষেত্রেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ২০১৮ সালে ৭ লক্ষ ৩৪ হাজার অভিবাসী কর্মীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে প্রবাস আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছর হতে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে রেমিটেন্স প্রেরণে ২ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। এর ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাচ্ছে। বিদেশ গমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকতর সুরক্ষার জন্য বাধ্যতামূলক বীমা ব্যবস্থা চালু করার লক্ষ্যে একটি জীবন বীমা পরিকল্পনা চালু করা হয়েছে।

জনাব স্পিকার,

১৮।                          সরকারের দূরদর্শী ও বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়নের ফলে শিল্প খাতে মোট দেশজ উৎপাদন ২০১৮-১৯ অর্থবছরে ৩৫ দশমিক এক-চার শতাংশে উন্নীত হয়েছে। শিল্পোৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন ২০১৯’ প্রণয়ন করা হয়েছে। সারাদেশে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহের লক্ষ্যে নরসিংদী জেলায় বার্ষিক ৯ লক্ষ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন কারখানা স্থাপনের কার্যক্রম চলছে। স্বাস্থ্যসম্মত কেমিক্যাল পল্লী স্থাপনের জন্য মুন্সিগঞ্জের সিরাজদিখান-এ ৩১০ একর জমিতে ‘বিসিক কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক’ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। শিল্পোন্নয়ন, শিল্পখাতে সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি এবং সৃজনশীলতাকে উৎসাহিতকরণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নীতিমালা, ২০১৯’ প্রণয়ন করা হয়েছে।

১৯।       পাটপণ্য বহুমুখীকরণ প্রক্রিয়া ও কার্যক্রমকে সারাদেশে সম্প্রসারণের জন্য ৭টি বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। ৪টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি টেক্সটাইল ইনস্টিটিউট ও ৬টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরে ৩টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ৪টি টেক্সটাইল ইনস্টিটিউট উদ্বোধন করেছেন।

২০। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মজীবী মহিলা শ্রমিকদের জন্য নিরাপদ আবাসিক পরিবেশ সুনিশ্চিত করা হয়েছে। পোশাক শিল্প সেক্টরের শ্রমিকদের নিম্নতম মজুরি ১ হাজার ৬৬২ টাকা থেকে ৮ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব শিল্প কারখানাসমূহে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি ৪ হাজার ১৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৮ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১। পরিবেশ দূষণ রোধে শিল্পকারখানা সৃষ্ট তরল বর্জ্য পরিশোধনের জন্য ১ হাজার ৮৭৮টি শিল্প-কারখানায় ইটিপি স্থাপন করা হয়েছে এবং ৪৮৮টি শিল্প-কারখানার অনুকূলে জিরো ডিসচার্জ প্ল্যান অনুমোদন করা হয়েছে। পরিবেশ উন্নয়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থে ৭২০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ৩১৮টি প্রকল্প সমাপ্ত হয়েছে।

 

জনাব স্পিকার,

২২। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নেও সরকারের অর্জন লক্ষণীয়। দারিদ্র্যের হার ২০১০ সালের ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২০১৯ সালে ২০ দশমিক ৫ শতাংশে এবং হতদরিদ্রের হার ১৭ দশমিক ৬ শতাংশ থেকে ১০ দশমিক ৫ শতাংশে হ্রাস পেয়েছে। এ সময়ে আয়-বৈষম্যের হারও সন্তোষজনকভাবে হ্রাস পেয়েছে।

২৩।       কৃষি উন্নয়নে সফলতা বাংলাদেশকে বিশ্বপরিমন্ডলে মর্যাদার নতুন আসনে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ আজ বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে অষ্টম, পেয়ারা উৎপাদনে অষ্টম এবং সবজি উৎপাদনে তৃতীয় স্থান অর্জনকারী দেশ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল ও প্রতিকুল পরিবেশসহিষ্ণু জাত উদ্ভাবন করা হয়েছে। কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করে বায়োটেকনোলজি ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারে স্বাস্থ্যসম্মত নিরাপদ ফল ও সবজি উৎপাদন করা হচ্ছে।

২৪।        ২০১৮ সালে দেশ মাছ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে ৩য় এবং অভ্যন্তরীণ চাষকৃত মাছ উৎপাদনে ৫ম। বিশ্বে ইলিশ আহরণে বাংলাদেশ প্রথম এবং ইলিশ বাংলাদেশের ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মৎস্য ও প্রাণিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সমুদ্র বিজয়ের ফলে সুনীল অর্থনীতির উন্নয়নে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়নের ফলে মাংস ও দুধ উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

জনাব স্পিকার,

২৫।        সরকার ২০১৮-১৯ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস হতে পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ৬৭ দশমিক ৫ শতাংশ বেশি খাদ্যশস্য সংগ্রহ ও সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার মাধ্যমে ২৩ শতাংশ বেশি খাদ্যশস্য বিতরণ করেছে। ‘খাদ্যবান্ধব কর্মসূচি’তে বছরের কর্মাভাব সময়ে ১০ টাকা কেজি দরে মোট ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে প্রায় ৭ দশমিক ৪৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। আপদকালীন খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে দুর্যোগপ্রবণ ১৯টি জেলায় ৫ লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।

২৬।       দুর্যোগ মোকাবিলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, বন্যা আশ্রয়কেন্দ্র, জেলা ত্রাণ গুদাম এবং ব্রিজ ও কালভার্ট নির্মাণ, গ্রামীণ কাঁচা রাস্তায় হেরিং বোন বন্ডকরণ, দুর্যোগ সহনীয় বাসগৃহ এবং মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে। গ্রামীণ হতদরিদ্র শ্রমিকদের কর্মহীন সময়ে কর্মসংস্থানের ব্যবস্থাকরণ, অবকাঠামো সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালু রাখা হয়েছে।

২৭। বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ২০১৮-১৯ অর্থবছরে ১১৯টি বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ১ হাজার ২৪২ কিলোমিটার খাল পুনঃখনন, ১২৭ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৮১ কিলোমিটার নদী তীর সংরক্ষণমূলক কাজ, ২০৭টি হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ এবং ২৪৫টি হাইড্রোলিক অবকাঠামো মেরামত করা হয়েছে।

 

জনাব স্পিকার,

২৮।       মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সবার জন্য বাসস্থান নিশ্চিতের অংশ হিসেবে ৫০ হাজার ভূমিহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। চলতি অর্থবছরে ৮ হাজার ৫০০টি ভূমিহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট-এর আওতায় ১২ হাজার ৮৬৮টি ভূমিহীন পরিবারকে ২০ হাজার একর খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। রাজধানী ঢাকার বস্তিবাসী ও নিম্নবিত্তদের পুনর্বাসনের লক্ষ্যে ভাষানটেক এলাকায় ১৩ হাজার ২৪৮টি ফ্ল্যাট নির্মাণ কার্যক্রমের আওতায় মোট ২ হাজার ১৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। আরও ১২টি বিল্ডিং নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সর্বমোট ২ লক্ষ ৯৮ হাজার ২৪৯টি ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

২৯।        মাননীয় মন্ত্রীদের জন্য ৫ হাজার ৭১১ বর্গফুট আয়তনবিশিষ্ট ১০টি অত্যাধুনিক ফ্ল্যাট এবং সরকারের সচিব ও গ্রেড-১ পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তাদের জন্য ১১৪টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে ঢাকা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, ও নোয়াখালীতে ৯ হাজার ৭৯৯টি ফ্ল্যাট নির্মাণ চলছে। রাজউক-এর ঝিলমিল আবাসিক এলাকায় মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে ১৩ হাজার ৭২০টি ফ্ল্যাট নির্মাণ শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগরীর যানজট সমস্যা নিরসনে লালখান বাজার হতে বহদ্দারহাট পর্যন্ত ৬ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের নির্মাণ সমাপ্ত হয়েছে। লালখান বাজার হতে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত ১৬ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ চলছে।

জনাব স্পিকার,

৩০।       সরকার দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। চলতি ২০১৯-২০ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৪০ ল¶ হতে বৃদ্ধি করে ৪৪ ল¶, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা ১৪ ল¶ থেকে বৃদ্ধি করে ১৭ ল¶, অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ১০ ল¶ থেকে বৃদ্ধি করে ১৫ ল¶ ৪৫ হাজার এবং প্রতিবন্ধী শি¶v উপবৃত্তি কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ৯০ হাজার থেকে বৃদ্ধি করে ১ লক্ষ জন-এ উন্নীত করা হয়েছে। ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত দরিদ্র ও অসচ্ছল রোগীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এসব রোগের উপকারভোগীর সংখ্যা ১৫ হাজার জন হতে বৃদ্ধি করে ৩০ হাজার জনে উন্নীত করা হয়েছে।

৩১।  নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সেবা ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার থেকে প্রদান করা হচ্ছে। সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯-এর সেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে ন্যাশনাল হেল্পলাইন ১০৯-এর সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং তথ্য ও সেবা ৩৩৩-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নারী উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২০১৯ সালে ৫ জন বিশিষ্ট মহিলাকে বেগম রোকেয়া পদকে ভূষিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য ২০১৮-১৯ অর্থবছরে জয়িতা চিহ্নিতপূর্বক ৫ জন নারীকে পুরস্কৃত করা হয়েছে।

জনাব স্পিকার,

৩২।        মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন-প্রসূত ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের মাধ্যমে ১ লক্ষ ১ হাজার ৪২টি গ্রাম সংগঠনের আওতায় ৬০ লক্ষ দরিদ্র-পরিবারকে সুসংগঠিত করে দেশ থেকে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচনে কাজ চলছে। এ কর্মকাণ্ডকে টেকসই করতে পল্লী সঞ্চয় ব্যাংকও গঠন করা হয়েছে।

৩৩।       দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লি অবকাঠামো নির্মাণে বর্তমান সরকারের সময়ে এ পর্যন্ত ১ লক্ষ ৪১ হাজার ৯৪৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২৮২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সময়ে ২১৬টি প্রকল্প সমাপ্ত হয়েছে এবং বর্তমানে ১২৬টি প্রকল্প চলমান আছে। এই সকল প্রকল্পের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ব্যয় হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৭৩৮ কোটি টাকা। প্রকল্পগুলোর মাধ্যমে পল্লি সেক্টরে ৬০ হাজার ১৫৫ কিলোমিটার সড়কের উন্নয়ন; ৩ লক্ষ ৪৫ হাজার ৬৬ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ;  ১ হাজার ৬৪১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ; ৮৮১টি সাইক্লোন শেল্টার নির্মাণ এবং ২২৫টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। ‘আমার গ্রাম-আমার শহর’-এ ধারণাটিকে ভিত্তি করে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৩৪।       পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি, অবকাঠামোসহ অন্যান্য খাতসমূহ সুষমভাবে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে।

জনাব স্পিকার

৩৫।       স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৪,৯১৯ জন চিকিৎসক ও ৫ হাজার ৯২ জন নার্স নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার লক্ষ্যে গত এক বছরে ৩৩টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ৬ হাজার ৩৭০টি বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১৩টি এ্যাম্বুলেন্স ও ৪৮টি জিপগাড়ি বিতরণ করা হয়েছে। ৮০ হাজার ৪৩ জন হতদরিদ্র গর্ভবতী মাকে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের আওতায় আনা হয়েছে এবং ৯০৭টি হাসপাতালে শিশুবান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। সারাদেশে ১৩ হাজার ৭৭৯টি চালু কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রতিদিন প্রায় ২ লক্ষাধিক মানুষ বিনামূল্যে ২৭ প্রকার ঔষধ ও পরামর্শ সেবা গ্রহণ করছে।

৩৬।       স্বাস্থ্য শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন প্রকার সরকারি-বেসরকারি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান ১৯০ থেকে বৃদ্ধি পেয়ে ৭৮৬টিতে উন্নীত হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ৫টি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে এবং ৭৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। শিশু নিউরোলজি ও অটিজম চিকিৎসা ব্যবস্থাপনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে Institute of Paediatric Neurodisorder and Autism চালু করা হয়েছে। সারাদেশে ৪৩টি নার্সিং ইনস্টিটিউট ও ১৮টি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে।

৩৭।       স্বাস্থ্যসেবায় সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির ফলে জনসংখ্যা বৃদ্ধির হার, স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, প্রজনন হার ও শিশু মৃত্যুহার হ্রাস পেয়েছে এবং গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিশুদের সমন্বিত টিকাদান কর্মসূচিতে  বাংলাদেশের অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সংস্থা Global Alliance for Vaccine and Immunization কর্তৃক ‘ভ্যাকসিন হিরো’ উপাধিতে ভূষিত করা হয়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই।

জনাব স্পিকার

৩৮।      সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে ভৌত অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত শিশুদের ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে, শিক্ষাচক্র সমাপন হার, পাশের হার এবং সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে।

৩৯।       প্রতিবছরের ন্যায় ০১ জানুয়ারি ২০২০ তারিখ পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে সারাদেশে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত মোট ৪ কোটি ২৭ লক্ষ ৭২ হাজার ৭৪৭ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৩৯ লক্ষ ৯৪ হাজার ১৯৭ কপি পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে। ২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ২৬ লক্ষ ৭২ হাজার ৫৩ জন শিক্ষার্থীকে বৃত্তি-উপবৃত্তি হিসাবে ৪৯০ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা বিতরণ করা হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ৯০৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং ০৭ হাজার ৮৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণকাজ চলছে। ২০১৯ সালে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে হতে ১ হাজার ৬৫৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।

৪০।        দেশের মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ মোট ৮টি পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপন করা হয়েছে। ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে। বেসরকারি পর্যায়ে ১ হাজার ১৮৩টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৮ হাজার ৯২৪টি ভোকেশনাল প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। অবশিষ্ট ৩২৯টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ৩৫টি মডেল মাদ্রাসা স্থাপন করা হয়েছে। ১ হাজার ২৩৩ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৬৫৩টি মাদ্রাসায় Multimedia Classroom স্থাপন করা হয়েছে। এছাড়া, ১ হাজার ৮০০টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান আছে। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ৪৯২টি উপজেলা এবং ৪০টি ইউনিয়ন বিজ্ঞান ক্লাব গঠন করা হয়েছে।

জনাব স্পিকার,

৪১। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ মে ২০১৮ তারিখে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। বর্তমানে দেশের সকল টিভি চ্যানেলসমূহের সম্প্রচার কার্যক্রম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে করা হচ্ছে। বর্তমানে দেশের টেলি-ঘনত্ব ৯৯ দশমিক দুই শতাংশ, ইন্টারনেট-ঘনত্ব ৫৮ দশমিক নয় শতাংশে উন্নীত হয়েছে। মোবাইল সিম গ্রাহক সংখ্যা ১৬ দশমিক পাঁচ-পাঁচ কোটি এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৯ দশমিক নয়-এক কোটি এবং 4G গ্রাহক সংখ্যা ২ দশমিক সাত-এক কোটিতে উন্নীত হয়েছে। ডাক বিভাগে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ‘নগদ’ এবং ওয়ালেট ‘ডাক টাকা’ চালু করা হয়েছে।

৪২। ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করতে ৭ হাজার ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। গাজীপুরে কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে টিয়ার ফোর জাতীয় ডেটা সেন্টার নির্মাণ করা হয়েছে। ২ হাজার ৩০০টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল এবং ১ হাজারটি পুলিশ অফিসে Virtual Private Network সংযোগ প্রদান করা হয়েছে। ৩টি হাই-টেক ও সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং আরও ২৫টি পার্ক নির্মাণাধীন রয়েছে। আইসিটি খাতে আগামী ৫ বছরের মধ্যে ৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ কর্তৃক বিজিডি ই-গভ সার্ট ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। উক্ত ল্যাব হতে সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ডিজিটাল ফরেনসিক সহায়তা ও সাইবার ইনসিডেন্ট রেসপন্স-এ সহায়তা প্রদান করা হচ্ছে।

জনাব স্পিকার,  

৪৩।       সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত এগারো বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪ গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ  ২২ হাজার ৭৮৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা ৪৭ হতে ৯৫ ভাগে উন্নীত হয়েছে। বিদ্যুতের সামগ্রিক সিস্টেম লস হ্রাস পেয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা অনুযায়ী ২০২১ সাল নাগাদ বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট এ উন্নীত হবে। ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।

৪৪। জ্বালানি খাতের উন্নয়নে গত দশ বছরে ৪টি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। দেশজ গ্যাসের দৈনিক উৎপাদন ২ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট-এ উন্নীত হয়েছে। ৮৯২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ করা হয়েছে। গত এক দশকে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে ৮৬ লক্ষ মেট্রিক টন। তেল পরিশোধন ক্ষমতা ৪৫ লক্ষ মেট্রিক টনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এলপিজির ব্যবহার ১৬ গুণ বৃদ্ধি পেয়ে পেয়ে ৭ দশমিক ২ লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে। নিরাপদে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে ৬৭০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান চালানোর লক্ষ্যে উৎপাদন-বণ্টন চুক্তির মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম চলছে।

জনাব স্পিকার,

৪৫। দেশের আর্থসামাজিক উন্নয়নে ১৬টি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ২০১৯ সালে উন্নয়ন খাতে ৪৯৬ কিলোমিটার মহাসড়ক মজবুতিকরণসহ ১ হাজার ৬৩৭ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়েছে। এ সময়ে ১২৮টি সেতু ও ৫৬১টি কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। ২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত ৪৪৬ দশমিক ৭০ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪-লেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। বর্তমানে ১৭৫ দশমিক ছয়-চার কিলোমিটার জাতীয় মহাসড়ক সার্ভিস লেন ব্যতীত ৪-লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। উপ-আঞ্চলিক সড়ক যোগাযোগ এবং নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়াসে ১ হাজার ৭৫২ কিলোমিটার জাতীয় মহাসড়কের সম্ভাব্যতা সমীক্ষা ও ডিটেইল্ড ডিজাইন সম্পন্ন করে ৪-লেনে উন্নীতকরণের জন্য প্রস্তুত করা হয়েছে। ৩৯৮ কিলোমিটার জাতীয় মহাসড়ক উভয়পার্শ্বে একস্তর নিচু দিয়ে পৃথক সার্ভিস লেনসহ ৪-লেনে উন্নীতকরণ; বরিশাল-পটুয়াখালী জাতীয় মহাসড়কাংশে পায়রা নদীর ওপর ৪-লেন বিশিষ্ট পায়রা সেতু, ক্রস-বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় কালনা সেতুসহ ১৭টি সেতু, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় ৮২টি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। ঢাকা-পদ্মাসেতু-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলমান রয়েছে।

৪৬।       যানজট নিরসনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক ৫টি ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন সমন্বয়ে একটি উন্নততর নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০ গ্রহণ করা হয়েছে। এ কর্মপরিকল্পনা অনুসরণে উত্তরা ৩য় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬ স্টেশন বিশিষ্ট উভয় দিকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম সময়সাশ্রয়ী বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল-এর নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলেছে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১৬ ডিসেম্বর সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। Under Ground ও Elevated সমন্বয়ে MRT Line-1 এবং MRT Line-5-এর Northern Route মেট্রোরেল নির্মাণ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে।

জনাব স্পিকার,

৪৭। দেশের সকল অঞ্চলের মধ্যে সুষ্ঠু এবং সমম্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাওয়া-জাজিরা অবস্থানে ভায়াডাক্টসহ মোট ৯ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে এবং ২০২১ সালের জুন নাগাদ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে। কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক চার-শূন্য কিলোমিটার দীর্ঘ টানেলের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০২২ সাল সম্পন্ন হবে আশা করা যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সাভার ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

৪৮।       রেলপথ উন্নয়নে সরকার জুলাই ২০১৪ হতে এ পর্যন্ত ২৭৩ দশমিক ৩৩ কিলোমিটার নতুন রেল লাইন, ২৮৩টি সেতু এবং ৬৯টি স্টেশন ভবন নতুন নির্মাণ করেছে। এছাড়া ৩২৪ দশমিক ৫৬ কিলোমিটার রেলপথ, ৩২৭টি সেতু, ৬৮টি স্টেশন ভবন, ২০০টি যাত্রীবাহী কোচ পুনর্বাসন এবং ৩২০টি যাত্রীবাহী কোচ সরবরাহ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালে ঈশ্বরদী হতে ঢালারচর পর্যন্ত রেললাইন নির্মাণ, কালুখালী-ভাটিয়াপাড়া সেকশনের পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সেকশনে নব-নির্মিত রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেন। এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালে ‘বনলতা এক্সপ্রেস’, ‘পঞ্চগড় এক্সপ্রেস’, ‘বেনাপোল এক্সপ্রেস’, ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, ‘রংপুর এক্সপ্রেস’ এবং ‘লালমনি এক্সপ্রেস’ উদ্বোধন করেন।

৪৯।        নৌ-পথ উন্নয়নে ১ হাজার ৩৮৮ কিলোমিটার নদী ড্রেজিং সমাপ্ত হয়েছে এবং ৪৮৭ কিলোমিটার দৈর্ঘ্যে নদী ড্রেজিং ও পুনঃখনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মংলা-ঘষিয়াখালি রুটে ড্রেজিং-এর মাধ্যমে ৮৪ কিলোমিটার নৌ-পথ নাব্য করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গী নদী বন্দরে উচ্ছেদকৃত তীর ভূমিতে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। বিআইডব্লিউটিসি ১৯টি ফেরি, ২টি অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ, ১২টি ওয়াটার বাস, ৪টি সি-ট্রাক, ৪টি কন্টেইনারবাহী জাহাজসহ মোট ৪১টি বাণিজ্যিক নৌযান এবং ১২টি সহায়ক নৌযানসহ সর্বমোট ৫৩টি নৌযান নির্মাণপূর্বক সার্ভিসে নিয়োজিত করেছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং মোংলা সমুদ্রবন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রমও শুরু হয়েছে।

৫০।        হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা আগামী ২০২৩ সালে চালু হবে। মাননীয় প্রধানমন্ত্রী ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখে এ প্রকল্পের অধীনে নির্মিতব্য তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েকে ৯ হাজার ফুটে সম্প্রসারণ করা হয়েছে এবং রানওয়ের দৈর্ঘ্য ১০ হাজার ফুটে সম্প্রসারণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশকে এভিয়েশন সেক্টরে রিজিওনাল হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা-সমীক্ষা ও সাইট সিলেকশনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন প্রজন্মের ১২টি সুপরিসর আধুনিক বিমান বাংলাদেশ বিমানবহরে সংযোজন করা হয়েছে। সর্বশেষ সংযোজিত সর্বাধুনিক বোয়িং 787 ড্যাশ 9 ড্রিমলাইনার দুটি মাননীয় প্রধানমন্ত্রী ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখে শুভ উদ্বোধন করেছেন।

৫১। দেশের ১৪টি স্থানে পর্যটন আকর্ষণীয় সুবিধাদি নির্মাণ ও উন্নয়নসহ বিভিন্ন স্থানে সাইনেজ স্থাপন করা হয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ 10th Session of the Islamic Conference of Tourism Ministers-সফলভাবে আয়োজন করে এবং ২০১৮-১৯ সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়। ১১-১২ জুলাই ২০১৯ মেয়াদে ঢাকায় ওআইসি সিটি ট্যুরিজম উদ্‌যাপিত হয়। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানাদি সফলভাবে আয়োজনের ফলে বিশ্বে বাংলাদেশ ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছে।

জনাব স্পিকার,

৫২।        জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি এবং সেবা কার্যক্রম প্রযুক্তিসমৃদ্ধ করা হয়েছে। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর এখতিয়ারাধীন তফসিলে ১০৬টি আইনের সংশ্লিষ্ট ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে, এর ফলে মোবাইল কোর্ট কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। নতুন এয়ার উইংসহ একাধিক সেক্টর, রিজিয়ন, ব্যাটালিয়ন সৃজন করায় বর্ডার গার্ড বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য অফশোর প্যাট্রোল ভেসেল, ইনশোর প্যাট্টোল ভেসেলসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে উপকূলীয় সীমান্ত ও সম্পদের সুরক্ষা জোরদার করা হয়েছে। সাইবার অপরাধ তদন্তের জন্য মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। দেশকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার জিরো টলারেন্স নীতি অনুসরণ করায় এক্ষেত্রে সরকার ব্যাপক সফলতা অর্জন করেছে।

৫৩। দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের আওতায় মোট ৪১১টি ফায়ার স্টেশন চালু করা হয়েছে। বাংলাদেশি পাসপোর্টের নিরাপত্তা বৃদ্ধি এবং বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত প্রযুক্তিসম্পন্ন ই-পাসপোর্ট শীঘ্রই চালু হতে যাচ্ছে। কারাগারসমূহকে সংশোধনাগারে রূপান্তরসহ ১৬টি কারাগার নতুনভাবে নির্মাণ এবং ২টি কারাগার সম্প্রসারণ করা হয়েছে।

৫৪।        বিভিন্ন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কোরের ৩১টি ইউনিট গঠন করা হয়েছে।  সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যাধুনিক সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে। ‘ঢাকা সিএমএইচ ক্যান্সার সেন্টার’ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে ২০০৯ সাল থেকে ২৭টি জাহাজ, ২টি মেরিটাইম হেলিকপ্টার এবং ২টি মেরিটাইম প্যাট্টোল এয়ারক্রাফ্ট সংযোজিত হয়েছে। এ ছাড়া ৫টি প্যাট্রোল ক্রাফট এবং ৬টি ফ্রিগেট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ফোর্সেস গোল-২০৩০-এর আলোকে অত্যাধুনিক ও কারিগরীভাবে উৎকর্ষতা সম্পন্ন ১৬টি Multi Role Combat Aircraft এবং ৮টি Attack Helicopter বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের ১৪টি নদী বন্দরে আবহাওয়া পর্যবেক্ষণাগারের জন্য ১৪টি অটোমেটিক ওয়েদার সিস্টেম, ৮টি Thunderstorm and Lightning Detection System with Telemetry এবং প্রয়োজনীয় সংখ্যক কনভেনশনাল আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।

জনাব স্পিকার,

৫৫।       বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৯ সালে  একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন এবং স্থানীয় সরকার সংস্থার নির্বাচন ও সংসদীয় আসনের উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। ইতোমধ্যে কমিশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার শুরু করেছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পহেলা মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

জনাব স্পিকার

৫৬।       ক্রীড়াক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ ২০১৯ সালে আর্চারিতে ৫টি স্বর্ণ পদক, স্পেশাল অলিম্পিকে ২২টি স্বর্ণ পদক এবং ফিলিপাইনের ম্যানিলায় আয়োজিত এশিয়া কাপ স্টেজ থ্রি ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি প্রতিযোগিতায় রোমান সানা রিকার্ভ ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছেন। নেপালে অনুষ্ঠিত ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমস-২০১৯-এ বাংলাদেশ ১৯টি স্বর্ণ, ৩৩টি রৌপ্য, ৯০টি ব্রোঞ্জসহ মোট ১৪২টি পদক অর্জন করে। ক্রীড়াঙ্গনে মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ যুগ্মভাবে চ্যাম্পিয়ন এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। প্রতিটি উপজেলায় তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ১২৫টি ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ করা হয়েছে।

জনাব স্পিকার

৫৭।        দেশের সকল সম্প্রদায়ের মানুষ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি সহকারে স্ব-স্ব ধর্ম চর্চা করতে পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসবসমূহ নির্বিঘ্নে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হচ্ছে। ধর্মীয় সংস্কৃতির বিকাশ এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার জনমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

৫৮।       তথ্য প্রবাহ ও সৃজনশীলতার ধারা অব্যাহত রাখা এবং এ খাতের সঙ্গে সম্পৃক্ত জনবলের উন্নয়নের জন্য আইন, বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৮’ চূড়ান্ত করে গেজেটে প্রকাশ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক ৪৫ শতাংশ মহার্ঘ-ভাতা সুবিধা প্রদান করা হয়েছে। অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

৫৯।        জাতীয় জীবনে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮-১৯ অর্থবছরে ২১ জন সুধীকে ‘একুশে পদক-২০১৯’ প্রদান করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ব দরবারে সমুন্নত রাখার লক্ষ্যে সরকার বিশ্বের ৪৩টি দেশের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি সম্পাদন করেছে। ৮টি বিদেশি দলের অংশগ্রহণে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব’ ২০১৯ আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যে ২০১৮ সাল থেকে বিজয়ের মাস ডিসেম্বরে সারা দেশের দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিজয় ফুল’ তৈরির প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের বিজয়গাঁথা মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার চেতনা চিরদিন জাগ্রত থাকবে। জামদানি শিল্পের উৎকর্ষ সাধনের লক্ষ্যে অক্টোবর ২০১৯ মাসে ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল কর্তৃক সোনারগাঁওকে ‘ওয়ার্ল্ড ক্রাফট সিটি’ হিসেবে ঘোষণা প্রদান করা হয়েছে।

জনাব স্পিকার,

৬০।       সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে ত্রিশলক্ষ মুক্তিযোদ্ধার অসীম আত্মত্যাগ ও দুইলক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি অর্জন করেছে লাল-সবুজ পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙালি জাতির মুক্তির পথনির্মাণে বঙ্গবন্ধুর অবিনশ্বর ৭ই মার্চের ভাষণসহ তাঁর সমগ্র জীবন ও দর্শন বাঙালি তথা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য অনুসরণীয়। এবছর উদ্‌যাপিত হবে জাতির পিতার জন্মশতবার্ষিকী। জাতির পিতার জীবনাদর্শ, জনগণের অধিকার আদায়ের জন্য তাঁর অব্যাহত সংগ্রাম, নির্ভীক, দূরদর্শী ও প্রজ্ঞাময় নের্তৃত্ব এবং তাঁর গভীর দেশপ্রেম জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃত। নতুন প্রজন্মের কাছে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে জাতির পিতার জীবন দর্শন ও কর্ম বিশেষভাবে উপস্থাপনের  জন্য মুজিব বর্ষ উদ্‌যাপনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদ্‌যাপনের লক্ষ্যে বিষয়ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে মোট ২৯৩টি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ১৭ই মার্চ ২০২০ হতে ১৭ই মার্চ ২০২১ পর্যন্ত মুজিববর্ষে দেশ ও দেশের বাইরে সরকারি কর্মসূচি ছাড়াও বিভিন্ন বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সকলেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যার যার নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করবে।

 

জনাব স্পিকার,

৬১। দক্ষ ও কল্যাণধর্মী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ প্রণয়ন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে বাংলদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাগণের বৈদেশিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ৩৭তম বিসিএস-এর মাধ্যমে ১ হাজার ২৪৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে এবং ৩৯তম বিসিএস-এর মাধ্যমে ৪ হাজার ৬১১ জন কর্মকর্তাকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়েছে।

জনাব স্পিকার,

৬২।       জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তা-প্রসূত পররাষ্ট্র নীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়’ অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় ও সুদক্ষ নেতৃত্বে সরকার সফলতার সঙ্গে বিশ্বব্যাপী কূটনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভূখণ্ডে জঙ্গিবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী কোনো শক্তিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত ১১ লক্ষ রোহিঙ্গাকে নিজ দেশে আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি শান্তিপ্রিয়, প্রগতিশীল এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। প্রতিবেশী ও অন্যান্য রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক মাত্রাসমূহ আরও জোরদারকরণ, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও সম্প্রসারণে সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করছে।

জনাব স্পিকার,

৬৩।       উন্নয়নের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ; গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা; সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল; নারীর ক্ষমতায়ন; শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ; জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ২০১৯ সালে তরুণদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউনিসেফ কর্তৃক মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ়ীকরণে আন্তরিক প্রয়াস এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ভারতের স্বনামধন্য সংস্থা ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল কর্তৃক ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ এবং কলকাতা এশিয়াটিক সোসাইটি কর্তৃক ‘টেগোর পিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়।

       মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব, দর্শন-চিন্তা, মানবিক ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হচ্ছে, ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত আন্তর্জাতিক সম্মাননাসমূহ সমগ্র বিশ্বে বাংলাদেশের মর্যাদা এক নতুন পর্যায়ে উন্নীত করেছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই।

জনাব স্পিকার,

৬৪।       বাঙালি জাতির জীবনে হাজার বছরের শ্রেষ্ঠ গৌরবোজ্জ্বল অধ্যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহবানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের জনগণ পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মু্ক্তিযোদ্ধা, শহিদ মু্ক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ধরনের কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করে আসছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ১২ হাজার টাকায় উন্নীত করা হয়েছে এবং বছরে দু’টি উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। জীবিত মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা এবং নববর্ষ ভাতা প্রদান করা হচ্ছে। বিভিন্ন শ্রেণির যুদ্ধাহত মু্ক্তিযোদ্ধা, মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাসিক রাষ্ট্রীয় সম্মানি ভাতার পরিমাণ বৃদ্ধি করে মাসিক সর্বনিম্ন ২৫ হাজার এবং সর্বোচ্চ ৪৫ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানি ভাতার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। মুক্তিযুদ্ধকালীন উল্লেখযোগ্য সম্মুখ সমরের স্থান সংরক্ষণ ও উন্নয়নসহ ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ করে দেওয়া হচ্ছে।

জনাব স্পিকার,

৬৫।       শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি, সে পথেই বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে। এ বছর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে মধ্য-আয়ের দেশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। আমাদের দৃষ্টি ২০২১ সাল ছাড়িয়ে আরও সামনের দিকে, ২০৪১ সালে বিশ্বসভায় বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হবে – এটাই জাতির প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে আশাবাদী সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ন এবং সমাজের সকল স্তরে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা সরকার নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জনসহ একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সক্ষম হবো।

৬৬।      জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। জাতীয় ঐকমত্য ব্যতীত শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নে সকল রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকলের ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।

স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে সংশ্লিষ্ট সকলকে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান এই মহান জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই।

জনাব স্পিকার,

৬৭।       শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি ও বৈরিতার মধ্যেও দেশে সুশাসন সুসংহতকরণ এবং গণতন্ত্র চর্চা ও উন্নয়ন কর্মসূচিতে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। ইতিহাসের সাহসী সন্তানেরা লক্ষ প্রাণের বিনিময়ে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব এ দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করা। ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত গৌরবোজ্জ্বল স্বাধীনতা সমুন্নত ও মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে বাঙালি জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একাত্তরের শহিদদের কাছে আমাদের অপরিশোধ্য ঋণ রয়েছে। আসুন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এবং দল-মত-পথের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে আমরা লাখো শহিদের রক্তের ঋণ পরিশোধ করি।

         আপনাদের সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

খোদা হাফেজ।

বাংলাদেশ

http://www.anandalokfoundation.com/