13yercelebration
ঢাকা

প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

ডেস্ক
August 16, 2023 8:28 am
Link Copied!

আজ ১৬ আগস্ট বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।  চন্দ্র আজ সারাদিন কর্কট রাশিতে গোচর করার পর সন্ধ্যা নাগাদ সিংহ রাশিতে প্রবেশ করবে। আবার আজ প্রথমে অশ্লেষা ও পরে মঘা নক্ষত্রের প্রভাব থাকবে। আজই অধিক মাসের পুরুষোত্তমী অমাবস্যা। গ্রহ-নক্ষত্র ও তিথির এমন শুভ সংযোগের ফলে একাধিক রাশির জীবন সুখে ভরে উঠতে পারে।

মেষ রাশিফল: মেষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যয়বহুল থাকবে। বাড়ির ব্যয় হঠাৎই বেড়ে যাবে। যা দেখে বিস্মিত ও চিন্তিত হবেন। তবে ব্যবসায় বড়সড় লাভ হওয়ায় মানসিক শান্তি লাভ করবেন এই রাশির জাতকরা। বেসরকারি চাকরি করেন যাঁরা, তাঁরা এ সময়ে ভালো লাভ অর্জন করতে পারবেন। চোখের সমস্যা হতে পারে। প্রয়োজনে চিকিৎকের পরামর্শ নিন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

বৃষ রাশিফল:  বৃষ রাশির জাতকদের পরিবারের পরিবেশ সুখপূর্ণ থাকবে। দিনের কিছু সময় ভাই-বোনেদের সঙ্গে কাটাতে পারেন। তাঁদের সঙ্গে মনের কিছু কথা ভাগ করে নেবেন। মা-বাবার আশীর্বাদ নিয়ে কোনও কাজ করলে তাতে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ে ছোটখাটো লাভের সুযোগ পাবেন, তবে সেই সুযোগ আপনাকেই চিহ্নিত করতে হবে। বিদেশে বসবাসকারী আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত সমস্যার সমাধানের জন্য বরিষ্ঠদের সহযোগিতা কামনা করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। বরিষ্ঠদের আশীর্বাদ ব্রাহ্মণদের দান করুন।

মিথুন রাশিফল:  মিথুন রাশির জাতকদের আজকের দিনটি কেরিয়ারের দিক দিয়ে খুব ভালো। অফিসে বরিষ্ঠরা আপনাকে কোনও কাজের দায়িত্ব দিতে পারেন। এই কাজে অধিক পরিশ্রম করতে হবে আপনাদের। তবে নিজের পরিশ্রমের জেরে সন্ধ্যার মধ্যে কাজ সম্পন্ন করতে পারবেন। এই কাজের জন্য প্রশংসা লাভ করবেন। কোন নতুন চাকরিতে যোগ দিলে তা লাভজনক প্রমাণিত হবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

কর্কট রাশিফল:  কর্কট রাশির জাতকরা আজ আধ্যাত্মিকতার কাজে সময় কাটাবেন। দরিদ্রদের সেবা ও দান-পুণ্যের কাজে অধিকাংশ সময় কাটাবেন। এর ফলে আপনার মনে চলতে থাকা জটিলতা সমাপ্ত হবে। এর ফলে স্বস্তি অনুভব করবেন। সন্তানের পড়াশোনার সঙ্গে জড়িত কোনও সংবাদ পেতে পারেন এই রাশির জাতক। কর্কট রাশির পরিবারের কোনও সদস্যের বিয়ের কথা পাকা হবে। পরিবারের শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব চালিসা পাঠ করুন।

সিংহ রাশিফল:  সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল থাকবে। তাই আজ আপনাদের মশলাযুক্ত ও তেলেভাজা খাবার এড়িয়ে যাওয়া উচিত। তা না-হলে পেটের গোলযোগ হতে পারে। আগে থেকে কোনও স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন, তা না-হলে ভবিষ্যতে বড়সড় রোগ দেখা দিতে পারে। ব্যবসায় আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় প্রসন্ন হবেন। এর ফলে পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্খা পূরণে সফল হবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো করুন।

কন্যা রাশিফল: কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ী। জীবনসঙ্গীর সঙ্গে একাকীত্বে সময় কাটাতে চাইবেন। এর ফলে ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করবেন। সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। অংশীদারীত্বে ব্যবসা করেন যাঁরা, তাঁরা প্রচুর ধন লাভ করবেন। ছোট ব্যবসায়ীরা কারও কথায় লেনদেন করবেন না, তা না-হলে পরবর্তীকালে অনুতাপ হতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা বস্তু দান করুন।

তুলা রাশিফল: তুলা রাশির ব্যবসায়ী জাতকদের ব্যবসায় আগত বাধা সমাপ্ত হতে পারে। ব্যবসার কারণে ব্যক্ত, ব্যাঙ্ক বা কোনও সংস্থা থেকে ঋণ নিতে পারেন। তবে ভাইদের সঙ্গে পরামর্শ করে ঋণ নিন। ব্যবসায়িক সমস্যার সমাধানে সাহায্য লাভ করবেন। পরিবারের সদস্যের সাহায্যে সন্তানের বিবাহে আগত বাধা সমাপ্ত হবে। ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিকে যেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। হলুদ বস্তু দান করুন।

বৃশ্চিক রাশিফল:  বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি নিশ্চিত ফলদায়ী। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে কথা বলার সময় বাণীতে মাধুর্য বজায় রাখুন। তা না-হলে কোনও বিষয়ে তর্ক হতে পারে। মামাবাড়ির কোনও সদস্যের কাছ থেকে টাকা ধার নেবেন না। কারণ সেই ঋণের টাকা আপনি শোধ করতে পারবেন না। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো। শিক্ষকের কাছ থেকে উন্নত ভবিষ্যতের জন্য পরামর্শ পাবেন। এই পরামর্শ মান্য করে চলুন। সরকারি চাকরিজীবীরা কোনও ভালো সংবাদ পেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

ধনু রাশিফল:  ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলদায়ক। মায়ের স্বাস্থ্যোন্নতি হবে। গাড়ি কেনার স্বপ্নপূরণ হতে পারে। প্রিয় মানুষের সমস্যা শুনে চিন্তিত হবেন। মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা জাগৃত হবে। এ সময়ে কারও সাহায্যের জন্য এগিয়ে আসবেন। পারিবারিক জীবনে পরিবর্তন দেখা দেবে। ধনু রাশির জাতকরা জীবনসঙ্গীর সহযোগিত লাভ করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

মকর রাশিফল: মকর রাশির যে জাতকরা আজ প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। সমস্ত কাজ তৎপরতার সঙ্গে করবেন। তবে বহুদিন ধরে আটকে থাকা কাজ সবার আগে সম্পন্ন করার চেষ্টা করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা আইনি কাজ আটকাবে না। তা না-হলে ভবিষ্যতে আপনার জন্য সমস্যা সৃষ্টি হতে পাপে। পরিবারে বিবাদ বাঁধলে নিজের বাণী মাধুর্য হারাতে দেবেন না।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

কুম্ভ রাশিফল: কুম্ভ রাশির জাতকদের প্রভাব ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত সওদা চূড়ান্ত করার আগে তার সমস্ত দিক খতিয়ে দেখে নিন। তা না-হলে ভবিষ্যতে বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে উচ্চাধিকারিকরা আপনার প্রতি সহৃদয় থাকবেন। এর ফলে পদোন্নতি সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। বাণীর দ্বারা সম্মান লাভ করবেন, তাই মাধুর্য বজায় রাখুন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীর পুজো করুন।

মীন রাশিফল: মীন রাশির জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে। আপনার প্রসন্নচিত্ত ব্যক্তিত্বের কারণে সকলে আপনার বন্ধু হতে চাইবে। তবে ব্যবসায়ীরা কিছু লোকসানের কারণে চিন্তিত থাকবেন। উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করবেন এবং এতে সফল হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ায় আনন্দিত থাকবেন। গৃহস্থ জীবনে সুখপূর্ণ অনুভূতি অর্জন করবেন। সন্তানের চাকরি সংক্রান্ত সুসংবাদ পাবেন। সন্ধ্যা নাগাদ কোনও আত্মীয়ের সঙ্গে দেখা করতে যেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

http://www.anandalokfoundation.com/