ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন ।
রবিবার (২৩শে মার্চ ) দুপুর আড়াইটার দিকে তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। পরে জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
শাকির আহমেদ টোকন ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃতঃ বজলুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় এবং পারিবারিক সূত্র জানায়, আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন এর মা ছালেহা বেগম(৮৮) রবিবার সকাল ১০.১০মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিশ্চিন্তপুর গ্রামের নিজ বাড়িতে মৃতে্যুবরণ করেন।
শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্যা রবিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন।
প্যারোলে মুক্তি পেয়ে টোকন পুলিশি প্রহরায় নিজের বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে বাদ আসর নিশ্চিন্তপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয় গত ১০ই ফব্রেয়ারী-২৫ আওয়ামীলীগ নেতা শাকির আহমেদ টোকনকে গ্রেফতার করে পুলিশ।
পরে ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আওয়ামীলীগ নেতা টোকনের ছেলে আসিফ মোহাম্মাদ তপু বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন।
আমার দাদি রবিবার সকালে মারা গেছেন। দাদিকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নেওয়া জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। পরে আদালতের নির্দেশে বাবাকে তিনঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান বলেন, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে কয়েক ঘণ্টার প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।