14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ থেকে ছিনিয়ে নেয়া আসামী নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

Link Copied!

মাদারীপুরের কালকিনি থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া  ০২ জন আসামীর মধ্যে  ০১ জনকে  গ্রেফতার করা হয়েছ। গ্রেফতারকৃত আসামী  নাম  আল আমিন সরদার। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসামি আল আমিনকে  গ্রেফতার করা হয়।

কালকিনি থানা সূত্রে জানা যায়, গত ১০  এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার পর কালকিনি পৌর এলাকার মাছ বাজার নামক স্থান থেকে রাশেদুল খান ও আলা আমিন সরদার নামের   দুই মাদক কারবারীকে আটক করে। কালকিনি থানায় নিয়ে য়াওয়ার সময়  মাদক কারবারীর  সঙ্গীরা পুলিশের উপর হামলা চালিয়ে দুই জনকে ছিনিয়ে নিয়ে যায়। গতকাল ২৯ শে এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে র্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে আসামী আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাকে কালকিনি থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কালকিনি থানায়  মাদক, বিস্ফোরকসহ ১০ টি মামলা  রয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  (ওসি) সোহেল রানা জানান, ওই ঘটনার পর থেকে আমাদের অভিযান অব্যাহত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র ্যাবে  সহযোগিতায় গতকাল (২৯ এপ্রিল)  মঙ্গলবার দিবাগত রাত ১১টার  দিকে  নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং কালকিনি থানায় নিয়ে আসে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/