সিলেটের কানাইঘাট উপজেলার ফুটফুটে, প্রাণবন্ত পাঁচ বছরের মেয়ে মুনতাহা আক্তার জেরিন। শিশুদের মতোই সে ছিল হাসিখুশি, সবসময় খেলার মধ্যে ডুবে থাকা এক প্রাণোচ্ছল মেয়ে। কিন্তু গত ৩ নভেম্বর বিকেলে এই ছোট্ট মেয়েটি নিখোঁজ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চারদিকে খবরটি ছড়িয়ে পড়ে। সবাই প্রার্থনা করছিলেন তার নিরাপদে ফিরে আসার জন্য। কিন্তু সাত দিন পর মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর সবকিছু যেন থমকে গেলো। রোববার (১০ নভেম্বর) ভোর চারটার দিকে মুনতাহার নিথর দেহ পাওয়া গেল বাড়ির পাশের পুকুরে।
মুনতাহা সিলেট জেলার কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের শামীম আহমদের মেয়ে। মুনতাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার এই অনাকাঙ্ক্ষিত বিদায়ে স্তব্ধ হয়ে গেছে এলাকাবাসী থেকে শুরু করে দেশবাসী।
এ তথ্য নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, “মুনতাহার মৃতদেহ পুকুরে পাওয়া গেছে। গলায় রশির ছাপ ও শরীরে ক্ষত চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাকে নৃশংসভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি এবং দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে রয়েছে।”
এর আগে, মুনতাহার পরিবার মেয়ে নিখোঁজ হওয়ার দিন থেকেই ধারণা করেছিল এটি পরিকল্পিত অপহরণ। সন্তানকে খুঁজে পেতে মরিয়া পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে এবং অপহরণকারীকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে।
মুনতাহার বাবা-মায়ের বুকফাটা আর্তনাদ আর এলাকাবাসীর বেদনায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে সিলেটের এই পল্লীগ্রামে। যে মেয়েটি সেদিন ওয়াজ মাহফিল থেকে ফিরে এসেছিল, সেই মুনতাহা কি আর কখনো ফিরবে না?