বেড়া (পাবনা) প্রতিনিধি: সিলিন্ডার দূর্ঘটনায় পাবনার বেড়ায় অগ্নিদগ্ধ একই পরিবারের কর্মক্ষম তিন পিতা পুত্র একই হাসপাতালে কয়েক ঘন্টার ব্যবধানে মারা গেলেন।
অসহায় স্বামীহারা ৩ মহিলার আহাজারিতে মহল্লার জীবন যাত্রা যেন স্তব্ধ হয়ে গেছে। ৫ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়েছিল। ২জন আশংকা মুক্ত হলেও ৩ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্ত্তি করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও বাচতে পারল না পিতা পুত্ররা।
রবিবার রাতে পুত্র কালাম শেখ (৪০) ও সোমবার ভোরে পিতা আবুল শেখ (৬৫) মারা যায়। পিতা পুত্রের লাশ সন্ধ্যায় ভিড় এড়াতে পুলিশ পাহারায় ও সামাজিক দূরত্ব বজায় রেখে দাফন করার কয়েক ঘন্টা পর পরিবারে সদস্য আবুল শেখের আরেক পুত্র অগ্নিদগ্ধ কালু শেখ (৩৮) ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে মঙ্গলবার (২১.৪.২০) ভোর রাতে মারা যায়। অগ্নিদগ্ধ হয়ে ৩ পিতা পুত্রের মৃত্যুতে শেখ পাড়া মহল্লা সহ পাশের মহল্লা গুলোতে শোকের ছায়া নেমে আসে।