এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ পাটকেলঘাটার কুমিরায় ধান চাষের উপর কৃষিতে সিনজেনটার ব্যবহার শীর্ষক এক মাঠ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৪ টায় কুমিরা দায়পাড়া মাঠে সিনজেনটার বাজার উন্নতিকরণ কর্মকর্তা সঞ্জয় কুমার, রনি হোসেন ও কামরুল ইসলামের তত্বাবধানে এবং স্থানীয় পর্যায়ের কৃষকদের আয়োজনে আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন সিনজেনটার মার্কেটিং অফিসার মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন সিনজেনটার পরিবেশক আব্দুল আজিজ, সালাউদ্দিন কবির বাদশা, নিবাস সরকার, লিটন হোসেন, সেলিম কবির। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনজেনটার বিক্রয় উন্নীতকরণ কর্মকর্তা (এসপিও) রায়হান কবির।