14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামীকাল

ডেস্ক
April 16, 2025 5:58 am
Link Copied!

পাকিস্তান ও বাংলাদেশ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ১৭ এপ্রিল।  ২০১০ সালের পর দুদেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ইসলামাবাদের নেতৃত্ব দিতে আগামী বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ঢাকার পক্ষে নেতৃত্বে দেবেন।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। কোনও নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনার সময় পারস্পরিক স্বার্থের সব বিষয়ই আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, ২০১০ সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব। এছাড়া অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সবশেষ বৈঠক হয় ২০০৫ সালে।

আমনা বালুচ বুধবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা। পরদিন তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া, ঢাকা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান এই বৈঠকে যোগ দিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি জানান, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী।

এদিকে, সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন। ২০১২ সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ‘এ সফরের তারিখ চূড়ান্ত হচ্ছে। তবে সফরটি এপ্রিলের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।’

http://www.anandalokfoundation.com/