14rh-year-thenewse
ঢাকা আজ শুক্রবার জানুয়ারি 10, 2025
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীসহ মাঝ আকাশে ভেঙে পড়ল পাকিস্তানী বিমান

Ovi Pandey
January 13, 2020 8:32 am
Link Copied!

দি নিউজ ডেক্সঃ গতকাল পাকিস্তানে মাঝ আকাশে যাত্রীসহ একটি বিমান ভেঙে পড়ে ।  বিমানটি অপেক্ষাকৃত বড় না হওয়াতে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে এই ঘটনায় পাইলটসহ দুজনের মৃত্যু হয়েছে। রবিবার সে দেশের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদ এলাকার কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ আধিকারিক হাসান ইকবাল পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই অঞ্চলে বিমানটি কীটনাশক ছিটানোর কাজ করা হচ্ছিল। সেই সময় ছোট ওই বিমানটিতে পাইলট ও ইমরান খান সরকারের খাদ্য রক্ষা বিভাগের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। হঠাত করেই এলাকার উপর বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেখা যায় বিমানটি একটি খোলা মাঠের উপর ভেঙে পড়েছে। দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুইজনই নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

একই সঙ্গে হাসান ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তির কারনে ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। বিমানটির পাইলট শোয়েব মালিক এবং অপরজন হলেন কেন্দ্রীয় খাদ্য শস্য বিভাগের ইঞ্জিনিয়ার ফাওয়াদ বাট। গত কয়েকমাস ধরে খাদ্য শস্যতে পোকার ব্যাপক আক্রমণ বেড়েছে। আর সেই কারনে বিমান থেকে ওই সমস্ত অঞ্চলে কীটনাশক ছেটানোর কাজ করা হচ্ছিল। তবে এভাবে মাঝ আকাশে থেকে বিমান ভেঙে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

http://www.anandalokfoundation.com/