পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী কে সভাপতি ও এ্যাডঃ শফিকুল ইসলাম কচিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সুরাইয়া বানু ডলি, সহ-সভাপতি সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ বিকাসেন্দু সরকার, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক হিরন্ময় রায়, সাহিত্য সম্পাদক পঞ্চানন সরকার, প্রচার সম্পাদক শংকর মন্ডল, সদস্য অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অপু মন্ডল, অনিতা রানী মন্ডল, শহিনা বাবর, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, এ্যাডঃ মোজাফ্ফার হাসান, এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, মাওঃ আমিনুর রহমান সিরাজী, মনিরুল ইসলাম সিদ্দিকী ও মুনছুর হাসান।