পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আবুল হাশেম নামে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চৌহমুনি বাজারে হামলার এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উত্তর গড়েরআবাদ গ্রামের মোঃ জসিম উদ্দীন সরদারের ছেলে সাংবাদিক আবুল হাশেম ঘটনার দিন সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে পাশ্ববর্তী চৌহমুনি বাজারে যায়। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার এক পর্যায়ে বাজারের মধ্যে সাবেক ইউপি সদস্য কামরুল ইসলামের সাথে স্থানীয় কয়েকজন ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল দেখে সেখানে উপস্থিত হলে কোন কিছু বুঝে ওঠার আগেই একই এলাকার গণি সানা, ভাই মালেক ও ফকির সানা, ছেলে আনারুল ও মনিরুল সানা, জামাতা আফজাল সানা সহ কয়েকজন দূর্বৃত্ত সাংবাদিক হাশেমের উপর অতর্কিত হামলা চালিয়ে বেদম মারপিট করে গুরুতর আহত করে সাংবাদিকের কাছে থাকা ডিজিটাল ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রাতেই সাংবাদিক হাশেম বাদী হয়ে ৯ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ১৪। তাং-১৮/০৯/১৬।
এ ব্যাপারে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, এ ধরণের খবর শোনারপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু আসামীরা সবাই পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে এ ঘটনায় পুলিশের ভূমিকাকে প্রশংসা করে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি এস,এম, আলাউদ্দীন সোহাগ, বি.সরকার, সাধারণ সম্পাদক আলাউদ্দীন রাজা, সাংগঠনিক সম্পাদক এন,ইসলাম সাগর, কোষাধক্ষ্য ইমদাদুল হক, দপ্তর সম্পাদক এম,আর মন্টু, আমিনুল ইসলাম বজলু, নজরুল ইসলাম, শেখ দ্বীন মাহমুদ, কৃষ্ণ রায়, আব্দুর রাজ্জাক বুলি, বিভুতি ভূষণ ঢালী ও এম আহসান উদ্দীন।