14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে আটক -২০

Rai Kishori
July 24, 2020 6:10 pm
Link Copied!

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।। পাইকগাছা থানা পুলিশের মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে ওসি এজাজ শফীর নির্দেশে এস আই তাকবীর হোসাইন এ এসআই জিল্লুর রহমান, কামারুজ্জামান,মোল্যা নাজির ও সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জিরো পয়েন্টে টহলে ছিলেন।

গোপন সংবাদ পেয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পৌরসভার সরল বাজারস্থ ১নং ওয়ার্ডের ইউনুছ গাজীর ছেলে রুহুল আমিনের চায়ের দোকানে অভিযান চালিয়ে কেরামবোড ও মোবাইলে লুডু খেলার অন্তরালে জুয়া খেলা অবস্থায় ১৩ জন সহ মোট২০ জনকে আটক করে আদালতে পাঠিয়েছেন।

আটককৃতরা হলো পুরাইকাটি গ্রামের মৃত ফজর মোড়লের ছেলে শাহীন মোড়ল(২৮),গোপালপুর গ্রামের আরশাদব শিকারীর ছেলে রনি শিকারী(২৫),গনি গাজীর ছেলে মহিদুজ্জামান মধু (৩২),নুরুল ইসলাম গাজীর ছেলে ইমরান গাজী(২৩), আরশাদ শিকারীর ছেলে হানিফ শিকারী(২৩),মজিদ গাজীর ছেলে আবু মুছা গাজী (২৩), সরলের কালাম সরদারের ছেলে টিটু (২৮),বান্দিকাটি গ্রামের ইসলাম গাজীর ছেলে শাহিনুর রহমান গাজী (৩২), ঘোষালের মৃত ইমান গাজীর ছেলে গফফার গাজী (৪৫),গোপালপুরের লালু মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল(৩০),আমিরুল মোড়লের ছেলে বাবুল মোড়ল(২৫),ঘোষালের আজিজ গাজীর ছেলে তানজীম হোসেন(২৭),চেঁচুয়ার নেছার মোড়লের ছেলে ফসিয়ার রহমান মোড়ল(৪০),ছায়েদ গাজীর ছেলে ফারুখ হোসেন (২৮),লস্করের আফিল সানার ছেলে রাসেল সানা(২০),বান্দিকাটির রজবের ছেলে জামাল(৪০),গোলাম গাজীর ছেলে বাচ্চু(৪৬),মটবাটীর নওয়াব আলী গাজীর ছেলে হাসান গাজী (৩৫)রইজ মোল্যার ছেলে বিল্লাল (৩০) ও গদাইপুরের সাহেব আলী সরদারের ছেলে সুমন সরদার(২২)।

ধৃতদের পুলিশ হেফাজতে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী নিশ্চিৎ করেন।যার মামলা নং ৪০।

http://www.anandalokfoundation.com/