গত ৫ আগস্টের পর নিজ নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে থাকা ইউপি সদস্যদের অনুপস্থিতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে তিনজন ইউপি সদস্য তাদের অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের জন্য ইউএনও’র কাছে আবেদন করেছেন।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা পলাতক ইউপি সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে বেশিরভাগ ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আসেননা। এমনকি বাড়িতেও থাকেননা। ইউনিয়ন পরিষদের মাসিক সভায় তারা অনুপস্থিত রয়েছেন।
ইউপি চেয়ারম্যান বলেন, সম্প্রতি টিআর, কাবিটা, কাবিখা (চাল), কাবিখা (গম), হতদরিদ্রদের প্রকল্প (৪০) দিনের প্রায় এক কোটি টাকার বরাদ্দ এসেছে। যার প্রথম ও দ্বিতীয় কিস্তির বরাদ্দের জন্য উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের আবেদন গ্রহন করেছেন। উক্ত প্রকল্পের কমিটি এবং তৃতীয় কিস্তির প্রকল্প গ্রহনের জন্য সদস্যদেরকে ইউনিয়ন পরিষদে আসতে বলা হয়। এরপরেও সদস্যরা পরিষদে না আসায় তাদের (ইউপি সদস্য) অনুপস্থিতির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে পলাতক কতিপয় ইউপি সদস্যরা অন্যান্যদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের লিখিত দিয়েছেন।
সংবাদ সম্মেলনে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য রেহানা বেগম, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলেয়া বেগম ও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য আলাউদ্দিন মীর বলেন, আমরা অনাস্থা প্রস্তাবের লিখিত অভিযোগে স্বাক্ষর করে ভুল করেছি। তাই ভুল বুঝতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ উত্তোলনের জন্য আবেদন করেছি।
উল্লেখ্য, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার বিরুদ্ধে সরকারি সকল বরাদ্দ ইউপি সচিবের সহায়তায় এককভাবে আত্মসাত, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার নির্ধারিত বেতন ভাতা থেকে ইউপি সদস্যদের বঞ্চিত করা, বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও ৪০দিনের কর্মসূচীর টাকার আত্মসাতের অভিযোগ এনে গত ২৭ এপ্রিল পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১১ জন ইউপি সদস্য লিখিত অনাস্থা প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেছিলেন।
অভিযোগের বিষয়ে সরেজমিনে অনুসন্ধান করে কোন সত্যতা পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, উভয়পক্ষ থেকে লিখিত পাওয়া গেছে। অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।