দিনাজপুর জেলার নারী উদ্যোক্তাদের সম্মিলিত গ্রুপ “উত্তরবঙ্গের উদ্যোক্তা” দিনাজপুর জেলার পণ্য উপস্থাপন করতে “ বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৩ ” চার দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে পর্যটন উন্নয়ন ও বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা রাখতে অংশগ্রহণ করেছেন ।
গ্রুপের এডমিন ফাতেমা ফেরদৌস মুক্তি.ও মানতাসা রহমান এর নেতৃত্বে দিনাজপুর জেলা থেকে দিনাজপুরকে উপস্থাপন করতে পণ্য গুলোর মধ্যে রয়েছে চাউল, পাপড়, চিড়া সহ বিভিন্ন রকমারি খাবার দ্রব্য ।
সহযোগীতায় আছেন গ্রুপের মডারেটর ইবনে আসিফ, স্বচ্ছ চৌধুরী ,আশা মনি ভলেন্টিয়ার জুয়েল ,বকুল ,ফখরুদ্দিন বাবু ,ইসরাত জাহান সাথী, ফারজানা মনি, রিশাদ, আফসানা মিমি ,লিলুফা লাবনি ,ঈশিকা,মিম,নিশিতা রয় নিশি ।
পর্যটন উন্নয়ন ও বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা রাখতে ২৭-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেমিনার এবং সাংস্কৃতিক উৎসবে ভরা চারটি অবিশ্বাস্য দিন ধরে বাংলাদেশ ও বিশ্বের সমৃদ্ধ সংস্কৃতির অভিজ্ঞতা নিতে পারবেন।