13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

admin
November 14, 2018 7:55 pm
Link Copied!

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নীতিমালার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসার পরীক্ষার্থী ও অভিভাবকরা। নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ধার-দেনা করে গরীব অসহায় পরীক্ষার্থীর অভিভাবকরা অতিরিক্ত অর্থ পরিশোধে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে অভিভাবকরা প্রতিবাদ করলেও বিষয়টি আমলে নিচ্ছেন না বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ব্যাপারে ভুক্তভোগী পরীক্ষার্থী ও অভিভাবকরা প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড, ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণের ফি নির্ধারণ করে দেন।

বিজ্ঞান শাখায় ১ হাজার ৭শ ৫০ টাকা, মানবিক ও ব্যবসা শাখায় ১ হাজার ৬শ ৫০ টাকা। এর বাইরে অতিরিক্ত ফি আদায়ের কোন সুযোগ নেই। তারপরেও অধিকাংশ বিদ্যালয় ও মাদ্রাসা সরকারি নীতিমালা উপক্ষো করে কোচিং ফি, বিদ্যুৎ বিল, উন্নয়ন ফি সহ নানান অজুহাতে ৩ হাজার থেকে ৩ হাজার ৫শ টাকা আদায় করছে। তবে, কোন প্রতিষ্ঠানই সেই টাকার কোন পাকা রশিদ প্রদান করছে না।

সরেজমিনে ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, চকশ্রীপুর উচ্চ বিদ্যালয় ৩ হাজার ২শ ৫০ টাকা, পত্নীতলা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৯শ টাকা, গগনপুর উচ্চ বিদ্যালয় ৩ হাজার ১শ ৫০ টাকা, বাঁকরইল উচ্চ বিদ্যালয় ২ হাজার ৯শ ৫০ টাকা, শিমুলিয়া উচ্চ বিদ্যালয় ৩ হাজার টাকা, মধইল উচ্চ বিদ্যালয় ২ হাজার ৮শ ৫০ টাকা, বটতলী উচ্চ বিদ্যালয় ৩ হাজার ৩শ ৫০ টাকা, কুন্দন উচ্চ বিদ্যালয় ৩ হাজার ১শ টাকা, শিবপুর উচ্চ বিদ্যালয় ৩ হাজার ২শ ৫০ টাকা, বামইল উচ্চ বিদ্যালয় ২ হাজার ৭শ ৫০ টাকা, বরইল উচ্চ বিদ্যালয় ৩ হাজার ৪শ ৫০ টাকা, শিহাড়া উচ্চ বিদ্যালয় ৩ হাজার ৫শ টাকা, আমন্ত উচ্চ বিদ্যালয় ২ হাজার ৮শ ৫০ টাকা, চক নদবাটি দাখিল মাদ্রাসা ৩ হাজার ৪শ ৫০ টাকা, ঘোষনগর দাখিল মাদ্রাসা ৩ হাজার ২শ ৫০ টাকা, উষ্টি জাকের ফাযিল মাদ্রাসা ৩ হাজার ৫শ ৫০ টাকা, শীতল দাখিল মাদ্রাসা ৩ হাজার ২শ ৫০ টাকা। এর বাইরে উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়ে বর্ধিত হারে টাকা আদায় করা হচ্ছে বলে সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসার অভিভাবকরা জানিয়েছে।

চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক অভিভাবক ও পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের কাছ থেকে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২শ ৫০ টাকা, মানবিক বিভাগে ৩ হাজার ১শ টাকা হারে আদায় করা হয়েছে। আমরা অতিরিক্ত টাকা আদায়ের রশিদ চাইলে তারা কোন রশিদ প্রদান করেনি।

চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম, অতিরিক্ত অর্থ আদায়ের কথা অস্বীকার করে বলেন, আমরা সরকারি নীতিমালার বাইরে কোন অর্থ আদায় করিনি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে সরকারি নীতিমালার বাইরে অতিরিক্ত ফি আদায় করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/