14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা রোধে চট্টগ্রাম পটিয়ার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ

Rai Kishori
April 15, 2020 11:53 pm
Link Copied!

চট্টগ্রামের পটিয়ার সেন্ট্রাল হাসপাতালে Outdoor ও Indoor কার্যক্রমে আগামী ০৭ দিনের জন্য নতুন রোগী ভর্তি ও চিকিৎসা সেবা বন্ধ করা হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ফরজানা জাহান উপমা স্বাক্ষরিত ১৫/০৪/২০২০ ইং তারিখের এক গণ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

গন বিজ্ঞপ্তিতে আর ও বলা হয় আগামী ০৭ দিন পর্যন্ত সেন্ট্রাল হাসপাতাল তার প্রবেশ মুখে ও
অভ্যান্তরে নিয়মিত সকাল ও বিকাল এ Disinfectant দ্বারা জীবানু মুক্ত করা হবে, করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ডাক্তার ও নার্স সহ মোট ০৯ জন ১১/০৪/২০২০ ইং তারিখ হতে ১৪ দিন নিজ গৃহে আইসোলেশনে থাকবেন, উল্লেখ্য যে বোয়ালখালী উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত রোগী গত  ১১/০৪/২০২০ ইং তারিখে পটিয়ার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা সেবা নেন।

এ প্রেক্ষিতে করোনা ভাইরাসের সংক্রমন জনিত রোগের (COVID-19)  এর ঝুঁকি এড়াতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সিভিল সার্জন চট্টগ্রাম মহোদয়ের অনুমতিক্রমে  এই আদেশ জারী করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ফরজানা জাহান উপমা।

http://www.anandalokfoundation.com/