এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ২৯ নভেম্বর (বৃহস্পতিবার ) পঞ্চগড়ে নানা কর্মসূচীর মাধ্য দিয়ে পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
সকাল ১০ টায় সার্কিট হাউস চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে পুস্প অর্পনের মধ্য দিয়ে দিবসটি উৎযাপন শুরু হয়। পঞ্চগড় জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যগে পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য “বিজয় র্যালী ” বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধাব সড়ক প্রদক্ষিন করে। বিজয় র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজমসহ পঞ্চগড় জেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ জেলার বিভীন্ন স্তরের ব্যাক্তিবর্গ।
পরে জেলা পরিষদ চত্বরে অবস্থিত ‘৭১ এর বধ্য ভূমিতে পুস্প অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরন করা হয়।
পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম লিয়াকত আলীসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন। সন্ধ্যায় সরকারি অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।