এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৯ আগষ্ট (সোমবার) পঞ্চগড় বোদার সাকোয়া ডিগ্রী কলেজে সেফ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও চার জন গুনি ব্যক্তিকে সংর্বধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে বোদা উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু আউয়াল এসময় উপস্থিত ছিলেন।
সাকোয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফাজুল ইসলামের সভাপতিত্বে আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাকোয়া ইউপি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল, পাঁচপির ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রধান, সেফ এর সভাপতি ডাঃ সায়েদ শরীফ পাভেল, সেফ এর সাঃ সম্পাদক ডাঃ চন্দন কুমার সেন প্রমুখ। সভায় এলাকার কৃতি সন্তান চার গুনি ব্যক্তিকে সংর্বধনা ও সম্মাননা ক্রেস প্রদান করা হয়। এসময় সাকোয়া ডিগ্রী কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিক ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
পরে প্রায় এক হাজার জনকে ফ্রি চিকিৎসায় ব্যবস্থাপত্র প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।