এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৫ আগষ্ট (বৃহস্পতিবার) পঞ্চগড়ের বোদায় সনাতন ধর্মাবলম্বিদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মবাষির্কী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গোবিন্দ জিঁউ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি রথীন্দ্রনাথ দে বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন।
প্রবীণ রাজনীতিবিদ দিনেশ চন্দ্র শাহা, সহকারী অধ্যাপক ও সাহিত্যিক প্রবীর চন্দ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজিব কুমার ঘোষ প্রমুখ। এ সময় সনাতন ধর্মাবলম্বি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।