এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে (৩০) কুঁপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নবাসী।
২১ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে কয়েক হাজার ইউনিয়নবাসী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে এসে সমবেত হয়। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ইউনিয়নবাসী। মানববন্ধনে রবিউলের বাবা সামসুল হক, মা আমিনা বেগম, মামা আশরাফুল ইসলাম ও রবিউলের স্ত্রী বাবলী আখতার প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গত ১৪ সেপ্টেম্বর সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের আজিজুল হক ও তার পুত্র ওমর ফারুক সোহাগসহ একদল সন্ত্রাসী একই এলাকার সামছুল হকের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সামছুল হকের পুত্র রবিউল ইসলামসহ কয়েকজন আহত হয়। গুরুতর আহত রবিউলকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মারা যায় রবিউল। এ ঘটনায় রবিউলের বাবা সামসুল হক বাদী হয়ে ওমর ফারুক সোহাগসহ ১০ জনের নামে পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেননি। পুলিশ আসামীদের গ্রেফতার করতে না পারলেও আসামীরা উল্টো বাদী পক্ষকে ফোনে হত্যাসহ বিভিন্ন হুমকি প্রদান করছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।