এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ১২ আগষ্ট ( শুক্রবার) পঞ্চগড় জেলা ছাত্রলীগের আয়োজনে ঘণ্টাব্যাপী শেরে বাংলা পার্ক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রলীগ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ রায়হান প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় পঞ্চগড় জেলা ছাত্রলীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিল।