14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু

admin
September 2, 2016 11:17 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক-চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। ২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল জ্যোতি স্টোন ক্রাশারের সামনে এ ঘটনাঘটে। পঞ্চগড় থানার ওসি মোমিনুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সদর উপজেলার নুনিয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০), তার ছেলে আনোয়ার (১৮) ও মেয়ে শারমিন (১৫)। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা পঞ্চগড়ে আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফির ছিলেন। পথে জগদল জ্যোতি স্টোন ক্রাশারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক আসছিল। ওই ট্রাকটি আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

http://www.anandalokfoundation.com/