এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক এবং বোদা উপজেলার বোদা পৌর সভার আমির অধ্যাপক মোঃ রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদে সামন থেকে বুধবার রাতে পঞ্চগড় জেলা জামায়াতের আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেকে গ্রেপ্তার করে পঞ্চগড় থানা পুলিশ এবং জেলার বোদা উপজেলার বোদা পৌর সভার জামায়াতে আমির অধ্যাপক মোঃ রেজাউল করিমকে বোদা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় দুই জামায়াত নেতাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।