এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ০৭ আগস্ট (রোববার) বেলা ১১টায় জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শের-ই-বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করতে তুলতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সরকারি ও বেসরকারি কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, নারী নেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এত অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড়ের সভাপতি রেজিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।