14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ

admin
August 12, 2016 10:32 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় দেবীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ উপস্থিত থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৫-১৬ অর্থ বছরের উন্নয়ন সহায়তা খাত হতে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্টির ১০২জন ছাত্রছাত্রীদের এবং অবলুপ্ত ছিটমহলের ক্ষুদ্র নৃ-গোষ্টির ৬১জন ছাত্র-ছাত্রীদের মাঝে তিন ক্যাটাগরিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫(পাঁচ) লক্ষ টাকার বৃত্তি চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্ন নাহার লাকি, ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম.নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/