পঞ্চগড়ের বোদায় ভূমিজ নাট্যদলের জনপ্রিয় নাটক ‘পাখিদের বৈঠক’ নাটকটি মঞ্চায়িত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে এবং বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় নাটকটি মঞ্চায়িত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটির শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এসময় অধ্যাপক প্রবীর চন্দ্র, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন, সরকার হায়দারসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
পারস্যের কবি ফরিদউদ্দিন আত্তারের ‘মাস্তিক-উত-তায়ঈর’-এর ছায়া অবলম্বনে সরকার হায়দারের রচনা ও নির্মাণায় নাটকটিতে অভিনয় করেন শাহিন ইসলাম, কৃষাণ দাস দুরন্ত, কাওছার হোসাইন নায়েক, মেঘলা দাস ও মোস্তাক আহমেদ প্রমুখ।
নাটকটি সর্বস্তরের মানুষ উপভোগ করেন। এসময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামটি দর্শক দিয়ে কানায় কানায় ভোরে যায়।