চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন ও সেগুলো সংরক্ষণের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এতে কর্মপরিধি আরো বৃদ্ধি পাবে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন খ্রিষ্টাব্দ ২০২০ বরণ উপলক্ষে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কাজ শুরু করা সহজ, শেষ করা কঠিন ও অনেক বড় চ্যালেঞ্জ। বিচার বিশ্লেষণ করে এগিয়ে যেতে হবে। বিগত এক বছরে কাজের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয় যে সুনাম অর্জন করেছে তা অতীতে কখনো হয়নি। এ অর্জন ধরে রাখতে সকলকে আরো বেশি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, দায়িত্ব নিয়ে কাজ করলে সফল হওয়া যায়।
মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।