14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে প্রতিপক্ষের শাবলের আঘাতে নিহত নিতাই পাল

Rai Kishori
April 19, 2020 7:44 am
Link Copied!

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরে প্রতিপক্ষের শাবলের আঘাতে নিতাই পাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিতাই সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামের হরিপদ পালের ছেলে। নিহতের স্ত্রী জয়ন্তি রানি জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে তাদের একটি লেবুগাছ কাটেন স্বামী নিতাই।

ওই সময় শরিক গণেশ পাল, আশিক, প্রদীপ, সুখদেব, জয়দেব ও শ্যামল তাকে লাঠিসোটা ও শাবল দিয়ে মারপিট করে। বিকেল পাঁচটার দিকে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের নার্স মিলন ঢালি ডা. ইবনুল ইমনের উদ্ধৃতি দিয়ে বলেন, চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এব্যাপারে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিএসবি) এসআই মাহফুজুর রহমান বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে গণেশ ও সঞ্জয়কে  আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আটক দুইজন বাবা-ছেলে।

http://www.anandalokfoundation.com/