মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৌমা বলে দাবি করলেন বলিউডের ‘ড্রামা কুইন’ নামে পরিচিত রাখি সবন্ত ।
কয়েক দিন আগে সামাজিকমাধ্যমে রাখির বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হওয়ায় তিনি বিয়ে করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, না, বিয়ে তিনি করেননি। ফটোশুটের জন্য ও রকম সেজেছিলেন। কিন্তু পরে আবার নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তার স্বামী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী।
নিজে সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে ছবি দিলেও এখনও পর্যন্ত তার স্বামীকে জনসমক্ষে নিয়ে আসেননি রাখি। তবে তিনি যে নতুন বিবাহিত জীবনে বেশ খুশি, সে কথা সবসময়ই বিভিন্ন লাইভে বলেছেন।
সম্প্রতি রাখির ভাইয়ের সিনেমা লঞ্চের এক সাংবাদিক বৈঠকে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘বিয়ে করলেন, অথচ রিসেপশন পার্টি দেবেননা?’ রাখি তৎক্ষণাৎ উত্তর দেয়,‘চারিদিকে এত মূল্যবৃদ্ধি। আর তা ছাড়া আমার রিসেপশন তো মোদীজি আয়োজন করবেন।’ শুধু তাই নয়, যেহেতু তাঁর স্বামী প্রবাসী ভারতীয় তাই রাখির দাবি,সেই সুবাদে ট্রাম্প এখন তাঁর শ্বশুরমশাই।
রাখির ওই মন্তব্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। আবারও ট্রোলের শিকার হন তিনি।