14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে নাটোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে

Link Copied!

” শিক্ষকের কন্ঠস্বর শিক্ষয় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

শনিবার ( ৫ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসক নাটোর ও জেলা শিক্ষা অফিস এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নাটোর কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান, আইসিটি ও শিক্ষা রওশন ইসলাম, জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর পালন করা হয়।
ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০ টি দেশে এই দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১ টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। এদিকে এই দিবসটি পালনে নবাব সিরাউদ্দৌলা সরকারি কলেজের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
http://www.anandalokfoundation.com/