নাটোরের সিংড়া পৌর এলাকার চাউলপট্টি বাজার এলাকার মোড়েএস এম জাহাঙ্গীর আলম(৬০) নামে এক ভূয়া চিকিৎসকের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড দেয়া হয়।
জানা গেছে, এস এম জাহাঙ্গীর কোন প্রকার ডিগ্রী ছাড়া দীর্ঘদিন ধরে তার ঔষধের দোকানে বসে চিকিৎসা দিয়ে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় এই অর্থদণ্ড দেয়া হয়।