আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিংবডির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই ফেব্রয়ারী। ৩জন অভিভাবক সদস্য, ১জন দাতা সদস্য, ১জন প্রতিষ্ঠাতা সদস্য, হিতৈষী সদস্য ১জন ও বিদ্যুৎসাহী সদস্য নিয়ে গঠিত হবে গভর্নিংবডি। কলেজে ১৩৩৮ জন অভিভাবক ভোটার রয়েছেন।
কলেজের নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, ৭ জানুযারী ২০২০ ইং তারিখে অভিভাবক সিডিউল ঘোষনা করা হয়। তারপর শিক্ষার্থীদের অবগতির জন্য প্রতিটি শ্রেনীর নেটিশ বোর্ডে টাঙ্গানো হয়। ১০ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত চলে নমিনেশন ক্রয়। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ১৬ জানুয়ারী পর্যন্ত। অভিভাবক সদস্য পদে এসএম শহীদুল ইসলাম চুন্নু, মোঃ নজরুল ইসলাম ও শহীদুল ইসলাম নমিনেশন জমা দিয়েছেন। নমিনেশন বাছাইয়ের শেষ তারিখ ১৯ জানুয়ারী। নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারী। প্রার্থীদের চুড়ান্ত তালিকা ২১ জানুয়ারী। প্রতিক নির্ধারণ করা হবে ২৩ জানুয়ারী। আগামী ১৫ ফেব্রæয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে এ নির্বাচন নিয়ে কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, অভিভাবক সদস্য নমিনেশনের বিষয়টি ১০ জানুয়ারী নোটিশ বোর্ডের মাধ্যেমে আমরা সবাই জানতে পেরেছি। এরপর আমরা আমাদের বাবা-মাকে নমিনেশনের বিষয়ে জানিয়েছি। অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, নিয়মানুযায়ী ১০ জানুয়ারী অভিভাবক সিডিউল ঘোষনা করার সাথে সাথেই শিক্ষার্থীদের অবগতির জন্য প্রতিটি নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়েছে। নিয়মানুযায়ী নির্বাচন কার্যক্রম শেষ হবে।