14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে নিরাপদ সবজির হাট ‘কৃষকের বাজার’

Biswajit Shil
December 6, 2019 8:18 pm
Link Copied!

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে ‘কৃষকের বাজার’ নামে কৃষক কর্তৃক সরাসরি বাজারজাতকৃত নিরাপদ সবজির হাটের উদ্বোধন করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে কৃষকের বাজারের আয়োজন। বিগত এক বছর ধরে কৃষকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাদের উৎপাদিত পণ্য এই হাটে ভোক্তাদের জন্য আনা হয়েছে। এই বাজারে বিক্রির জন্য যে সব সবজি আনা হয়েছে এতে কোনো ধরনের সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি।

মন্ত্রী আরো বলেন, এ বছর এই হাটে ভোক্তাদের যে সাড়া পড়েছে তার প্রেক্ষাপটে পরবর্তী সময়ে আরো বড় পরিসরে এই হাটের আয়োজন করা হবে। এছাড়া প্রতিটি উপজেলায় দু’টি করে গ্রামকে নিরাপদ সবজির গ্রাম হিসেবে নির্বাচন করা হবে এবং প্রতিটি জেলার বাজারে একটি করে নিরাপদ সবজি কর্নার থাকবে যেখানে চাষী নিরাপদ সবজি বিক্রি করবে। এতে করে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। ভবিষতে এ বাজার সাত দিন করে করা হবে। এ বাজারের পণ্যের মানের তদারকি করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মেলার উদ্বোধনের পরে মন্ত্রী মেলার স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে কথা বলেন।

কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল মূঈদ, FAO এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ইউসুফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএডিসি’র চেয়ারম্যান মেঃ সাইদুল ইসলাম।

http://www.anandalokfoundation.com/