ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভপতিত্বে বুদ্ধিজীবি দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ সময় সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম,ওসি শামীম হাসান সরদার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, চকময়রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সাবিহা ইয়াসমিন, তরিকুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন, নুরুজ্জামান, অফির উদ্দিন, মোকলেছার আলম, জাহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তাগন চার দেয়ালের ভেতরে নয়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী তথা নতুন প্রজন্ম সাথে নিয়ে দিবসটি পালনের দাবী জানান।