ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: হ্যালো আমি শামিমা (ছদ্মনাম) বলছি-এটা কি ধামইরহাটের অনলাইন শপ, জি বলুন, আপনাদের অনলাইন শপে আমি কিছু অর্ডার করতে চাই-যার আমার পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও প্রসাধনী-দিতে এনে দেওয়া যাবে কি? ওকে তালিকা দিন আমরা আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও প্রসাধনী ঘন্টার মধ্যেই আপনার বাসায় পৌছে দিচ্ছি। বলছিলাম একটি অনলাইন শপের কথা, আজ সকালে ধামইরহাটের অনলাইন শপে এই গৃহিনী আমাদের ফোন করে।
নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাসের প্রভাবে মানুষ যখন গৃহবন্দি, ঠিক তখনই মানুষের ঘরে ঘরে বাজার পৌছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক দেখাবো আলোর পথের উদ্যোগে এই অনলাইন শপ। মোবাইল ফোনে অর্ডার করলেই কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়াই বাজার মুল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধ পৌছে দিচ্ছে আপনার ঘরে। দেশের এই ক্রান্তিকালে উপজেলা পর্যায়ে এই প্রথম এমনই ব্যতিক্রমধর্মী উদ্যোগে নিয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক দেখাবো আলোর পথের সভাপতি ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
তিনি জানান, আমরা কোন সার্ভিস চার্জ নিচ্ছিনা, শল্পী এলাকায় ১টি পরিবারের যাবতীয় বাজার আমরা ১৪৯৫ টাকায়, সাহাপুর মুরগী ১৫০ টাকায়, সুন্দরী মোড়ে ৩১৮৪ টাকায় বাজার ও বৈদ্যবাটি এলাকায় ৪৯০ টাকার ঔষধ পৌছে দিয়েছি। ফোন করামাত্রই সেখানে সকল প্রকারের বাজার ওই বাড়ীতে পৌছে দিয়েছি, মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের ডাকে সাড়া দিয়ে এই উদ্যোগ নিয়েছি। দুর্যোগময় এই মুহুর্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বিনামুল্যে শুধূ মাত্র পন্যের বাজার দাম দিয়ে আপনার বাসায় পরিবারের প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, বর্তমান পরিস্থিতিতে অনলাইন শপের মাধ্যমে ঘরে ঘরে ফোন করলেই খাবার পৌছে দেয়াটা যুযোপযোগী উদ্যোগ, আমি এই কার্যক্রমকে স্বাগত জানাই, সামাজিক দুরত্ব বজায়ে সহায়ক এইরুপ কার্যক্রমে উপজেলা প্রশাসন প্রয়োজনে সকল প্রকার সহযোগিতা করবে।