14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি’র ধর্ষিতা ছাত্রীর প্রতি সমবেদনা জানিয়ে সুপ্রীম কোর্টের আইনজীবীরা আইনী সহায়তার আশ্বাস

Brinda Chowdhury
January 7, 2020 8:00 pm
Link Copied!

ঢাবি’র ধর্ষিতা ছাত্রীর প্রতি সমবেদনা জানানোর জন্য  সুপ্রীম কোর্টের আইনজীবীরা ঢাকা মেডিকেলে গিয়েছেন ভিকটিমকে আইনী সহায়তার আশ্বাস ।

আজ মঙ্গলবার বিকাল ৪.৩০ মি: ঢাবি’র ধর্ষিতা ছাত্রীর প্রতি সমবেদনা জানানোর জন্য সুপ্রীম কোর্টের আইনজীবীরা ঢাকা মেডিকেলে গিয়েছেন। এসময় তারা ভিকটিমকে আইনী সহায়তার আশ্বাস দেন। তারা বলেন অবৈধ সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে। তারা শুধু ক্ষমতায় টিকে থাকা আর নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। আইনজীবীরা উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রকৃত অপরাধীকে গ্রেফতারের দাবি করেন। আইনজীবীদের মধ্যে ছিলেন এড. আবেদ রাজা, ড. রফিকুল ইসলাম মেহেদী, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আনিসুর রহমান খান, আইয়ুব আলী আশ্রাফসহ অন্যান্যরা।

উল্লেখ্য, কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে রোববার (০৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাত পরিচয়ের একজন তাকে নির্জন স্থানে নিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে পালিয়ে যায়। রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। বান্ধবীকে ঘটনা জানান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের আবাসিক শিক্ষার্থী।

http://www.anandalokfoundation.com/