14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম অবমাননার সাজানো নাটকের ফাঁদে জবি শিক্ষার্থী তিথী সরকার

Dutta
October 24, 2020 11:05 pm
Link Copied!

অরবিন্দু রায়ঃ ধর্ম অবমাননার সাজানো নাটকের ফাঁদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ও বিশ্ব হিন্দু সংগ্রাম পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তিথী সরকার।

ফেসবুক আইডি হ্যাক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই ইসলামের ধর্মানুভূতিতে আঘাত করে তার বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্ট ভাইরাল করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে দুস্কৃতিকারীরা। সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিনশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

তিথী সরকার জানায়, গত কয়েকদিন যাবত তার বাবার অসুস্থতা এবং পূঁজা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকার কারণে ফেসবুকে প্রবেশ করতে সময় পায়নি। এই সুযোগে একটি দুস্কৃতিকারী হিন্দু বিদ্ধেষী চক্র তার ফেসবুক আইডি হ্যাক করে নেয়। তারপর এই দুস্কৃতিকারী হিন্দু বিরোধী চক্রটি আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন গ্রুপে ইসলাম বিদ্ধেষী ও কুরুচিপূর্ণ পোস্ট করতে থাকে এবং অন্যের পোস্টে নানা রকম ইসলাম ধর্ম বিদ্ধেষী মন্তব্য করে মুসলিম সমাজ’কে উত্তপ্ত করে এবং আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে প্রপাগান্ডা চালাতে শুরু করে।

তিনি আরও জানান, তার বন্ধু-বান্ধবরা মোবাইলে বিষয়টি ‌আমাকে জানালে, আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ ও ষড়যন্ত্রের বিষয়টি বুঝেতে পারি এবং আইনী সুরক্ষা পেতে গত কাল (২৩/১০/২০২০) থানায় সাধারণ ডায়রি করেছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তিথি সরকার প্রাণ নাশের শঙ্কায় আছেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ওই শিক্ষার্থীর বেশ কয়েকটা স্ক্রিনশর্ট আমি পেয়েছি। সেগুলো পর্যালোচনা ও সত্যতা যাচাই করছি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খুললে আমরা আনুষ্ঠানিক ভাবে এটা দেখবো।

সাম্প্রতিক সময়ে, ইসলাম ধর্ম অবমাননার কিছু সংখ্যক মিথ্যা সাজানো ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায়, চক্রটি নিজ ধর্মের নামে মিথ্যা প্রচারণা চালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিথি সরকার’কে বলির পাঠা বানানোর পাঁয়তারা করে যাচ্ছে।

আসলে এই দুষ্ট চক্রটি পক্ষান্তরে নিজেরাই নিজেদের ধর্ম অবমান করে গর্হিত অপরাধ করছেন।  যথাযথ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে অতিদ্রুত তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন বিবেকবান মানুষ।

সেই সাথে নিরপরাধ, নম্র, ভদ্র, শান্ত স্বভাবের হিন্দু মেয়ে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্রী তিথী সরকার’কে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবন-যাপন করার সুব্যবস্থা করার সহায়তা চেয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বিশ্ব হিন্দু সংগ্রাম পরিষদসহ অনেক সংগঠন।

http://www.anandalokfoundation.com/