সুব্রত ঘোষ, বগুড়াঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর দুর্গম চরে লক ডাউন ভেঙ্গে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে শহিদুল ইসলাম আকন্দ(৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭ টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী ইউনিয়নের চর শোনপচা বাজারে সংর্ঘষের ঘটনা ঘটে।
নিহত শহিদুল শোনপচা গ্রামের শাহজামাল আকন্দের ছেলে। যমুনার বুকে চরে জেগে ওঠা ৮ বিঘা জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংর্ঘষের সুত্রপাত হয় বলে স্থানীয় সুত্রে জানাগেছে।
স্থানীয়রা দি নিউজের প্রতিনিধিকে জানায়, শোনপচা চরে জেগে ওঠা ৮ বিঘা জমি নিয়ে কর্নিবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজাহার মন্ডলের সাথে একই এলাকার সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজের বিরোধ চলে আসছিল গত তিন বছর ধরে। গত কয়েকদিন ধরে বিরোধপুর্ন জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সিরাজ মেম্বারের সমর্থক ইলিয়াস শেখ ও আলম শেখ শোনপচা বাজারে গেলে আজাহার মন্ডলের লোকজন তাদের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন লাঠি শোটা ও ফালা নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। একপর্যায় আজাহার মন্ডলের লোকজন শহিদুলের বাড়িতে হামলা চালিয়ে তাকে ফালা দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলেই শহিদুল মারা যান। এসময় উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়।
তবে কর্নিবাড়ী ইউপি চেয়ারম্যান আজাহার মন্ডল জমি নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করে বলেন,আমার সাথে কারো বিরোধ নাই।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান,ঘটনার পর ঐ এলাকায় পুলিশ নৌকা যোগে রওনা হয়েছে।