14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুই নেত্রী ও বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রণব মুখার্জি যা লিখেছেন

admin
October 29, 2017 1:13 am
Link Copied!

প্রতিবেশী ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীর তৃতীয় খণ্ডে বাংলাদেশের রাজনীতির অজানা তথ্য তুলে ধরেছেন। ‘দ্য কোয়ালিশন ইয়ারস ১৯৯৬-২০১২’ বইতে তিনি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই নেত্রীকে বন্দিদশা থেকে মুক্তির জন্য তার ভূমিকা এবং প্রভাব, সেই সঙ্গে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে ভারতের ভূমিকা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এর আগে দ্বিতীয় খণ্ডে আশি ও নব্বইয়ের দশকের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন। প্রথম খণ্ডে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা তুলে ধরেছিলেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতির এই লেখা বিভিন্ন মহলে আলোড়ন তুলেছে। বাংলাদেশের গণতন্ত্রের প্রতি তার গভীর ভালোবাসার কথা প্রকাশ পেয়েছে বইটিতে। দুঃসময়ে তিনি কীভাবে দলমত নির্বিশেষ বাংলাদেশের রাজনীতিকদের পাশে দাঁড়িয়েছিলেন। ওয়ান-ইলেভেনের সময় তিনি কীভাবে কাজ করেছেন।

বইতে তিনি লিখেছেন, কোন অবস্থায় জেনারেল মইনকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল। বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্ত করতে তিনি কী ভূমিকা রেখেছিলেন। কোন পরিস্থিতিতে যোগাযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সারা বিশ্বে কীভাবে একটি নিরপেক্ষ নির্বাচন ও দুই নেত্রীর মুক্তির জন্য কাজ করেছিলেন।

২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের কথা উল্লেখ করে প্রণব মুখার্জি লিখেছেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে বেশকিছু টালমাটাল অবস্থার মধ্য দিয়ে গেছে। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলের শেষদিকে তত্ত্বাবধায়ক প্রশাসনের দাবিতে সহিংস প্রতিবাদ দেশটিতে ছড়িয়ে পড়ে। এর ফলশ্রুতিতে ২০০৭ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন পরবর্তী নির্বাচনের জন্য তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। যাই হোক, নির্বাচনের আগে তিনি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করেন এবং ফখরুদ্দিন আহমদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। এই সময়ে দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের কারান্তরীণ করা হয়। শেখ হাসিনাকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে জেলে ঢোকানো হয়।

তিনি লিখেছেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি একটা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে জোর দিয়েছিলাম। ড. ফখরুদ্দিন আহমদ ১৪তম সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের নয়াদিল্লিতে আসেন। ২০০৭ সালের নভেম্বরে বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত হানার পর ১ ডিসেম্বর আমি ওই দেশ সফরে যাই। আমি দেশটির জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করে দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দেই। আমি তখন বলি-এই দুর্যোগে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে। এর মধ্যে ওষুধ, জরুরি খাদ্য, তাঁবু, বহনযোগ্য পানি বিশুদ্ধকরণ যন্ত্রপাতি দিয়েছে, যার আর্থিক মূল্য ১১ কোটি টাকা।

বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এতে করে বাংলাদেশ ভারত থেকে ৫০ হাজার টন চাল পাঠানো সহজ হয়। এর মধ্যে ২০ হাজার টন চাল চট্টগ্রামে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এ বছর বাংলাদেশে ভারত ২৭০ কোটি টাকার ত্রাণ সহায়তা দিয়েছে।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ছয় দিনের ভারত সফরে আসেন। তিনি আমার সঙ্গে দেখাও করেন। আমাদের অনানুষ্ঠানিক বৈঠকে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে তাকে অনুরোধ করি এবং তাকে বিষয়টি বোঝাতে সক্ষমও হই। প্রণব মুখার্জি লিখেছেন, তিনি এই ভয় পাচ্ছিলেন যে, শেখ হাসিনা বের হয়ে আসার পর তাকে চাকরিচ্যুত করতে পারেন। এসময় তিনি নিজের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিই এবং শেখ হাসিনা ক্ষমতায় এলেও তার বহাল থাকার ব্যাপারে তাকে আশ্বস্ত করি। শেখ হাসিনা ক্ষমতা এলে তিনি যাতে স্বস্তিতে থাকতে পারেন, সে বিষয়ে তাকে নিশ্চয়তা দেই।

এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের সঙ্গে তার আলোচনা প্রসঙ্গে তিনি লিখেছেন, আমি খালেদা জিয়া ও শেখ হাসিনা উভয়ের মুক্তির ব্যাপারে হস্তক্ষেপের অনুরোধ জানাতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাক্ষাৎ চাই। তৎকালীন ভারতের জাতীয় উপদেষ্টা এম কে নারায়ণের মাধ্যমে আমার হস্তক্ষেপে আমি সব রাজনৈতিক বন্দীকে মুক্তি এবং দেশটির স্থিতিশীল পরিস্থিতিতে প্রত্যাবর্তন নিশ্চিত করেছিলাম।

এর বেশ কয়েক বছর পর জেনারেল মঈন উ যখন ক্যান্সারে আক্রান্ত হন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে তার চিকিৎসার জন্য সহযোগিতা করি।