ঢাকাস্থ ইতালি দূতাবাস দীর্ঘদিন যাবত জমে থাকা ভিসা আবেদনসমূহের দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে তাদের কনস্যুলার শাখার লোকবল বৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
দূতাবাসটিতে বর্তমানে প্রায় ৪০ হাজারের অধিক কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন সমস্ত প্রক্রিয়া সম্পাদন করে ইতোমধ্যে তারা স্ব স্ব ধারাবাহিকতায় আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক (অন্তত ২০ হাজার) আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ইতালি দূতাবাস।
ইতালি দূতাবাস অবহিত করেছে, জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সকল ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয়। কাজের অনুমতিপত্র বা ‘nulla osta’ জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটেগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয়সমূহ শুধু ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকারভিত্তিতে ভিসা সংক্রান্ত এ জটিলতা নিরসনে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।
এ বিষয়ে আবেদনকারী-সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।