“এসো স্মৃতির অঙ্গনে, মিলি প্রাণের বন্ধনে” প্রতিপাদ্যে ঐতিহ্যবাহী দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে হতে যাচ্ছে পুনর্মিলনী উৎসব-২০২৫।
আসছে (ঈদ-উল-আযহা’র পরের দিন) ঝিনাইদহ কালীগঞ্জ থানাধীন দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ৫ই মে ২০২৫ ইং। যে কোন প্রয়োজনে:- +880 1712-021313 – আহ্বায়ক (মো: জাফর ইকবাল মেম্বার) +880 1716-216166 – সদস্য সচিব (মো: মিজানুর রহমান)
প্রিয় শিক্ষক, বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে,গান হবে,আড্ডা হবে।