14rh-year-thenewse
ঢাকা

দম্পত্তি জীবিকা অর্জনে গিয়ে স্বামী ও শিশু সন্তান রেখে স্ত্রী উধাও : থানায় জিডি

Link Copied!

যশোরের ঝিকরগাছার দম্পত্তি জীবিকা অর্জন করতে ফরিদপুরের বোয়ালমারীতে গিয়ে স্বামী ও শিশু সন্তান রেখে স্ত্রী শিখা খাতুন (২৪) উধাও হয়েছে। স্ত্রীকে খুঁজে না পেয়ে অসহায় স্বামী আবু সোহেল (৩৫) বাদি হয়ে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডির বাদি হয়েছেন গদখালি ইউনিয়নের বেনেয়ালী বালীখোলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও নিঁখোজ হওয়া স্ত্রী একই ইউনিয়নের বোধখানা দক্ষিণপাড়া গ্রামের খাইরুল হকের মেয়ে শিখা খাতুন (২৪)। তার উচ্চতা ৫.১ফুট, গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, চোখ মোটা ভুরু, নাক খাটো, কপাল প্রসস্থ, মাথায় ওড়না ছিলো।

‎ঘটনা সূত্রে জানা যায়, স্বামী সোহেল তার জীবনের তাগিদে প্রায় ৫ বছর পূর্বে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে ভাই ভাই রিসাইকেলিং ভাঙ্গারি স্টোরে ম্যানেজার হিসেবে কর্মরত হওয়ার পর ৩ বছর যাবৎ স্ত্রী ও আড়াই বছরের ১ সন্তান নিয়ে বসবাস করত।

সোহেল প্রতিদিনের ন্যায় সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় কর্মস্থলে গেলে হঠাৎ করে সাড়ে ৭টার একই বাড়ির অপর ভাড়াটিয়া ঘরে ছেলের কান্নাকাটি করতে দেখে সোহেলের স্ত্রী শিখাকে খুঁজে না পেয়ে সোহেলকে জানালে তাৎক্ষনিক বাসায় এসে আসেপাশের বিভিন্ন স্থান সহ আতœীয়দের বাসায় খোঁজ খবর নিয়ে না পেয়ে অবশেষে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ১১১৪। তাং ২৬/০৩/২০২৫ ইং। নিখোঁজ হওয়া শিখা খাতুনের খোঁজ পেলে তার ০১৯৩০৪৯৯৬৪০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পরিবার।

http://www.anandalokfoundation.com/